ঢাকাবুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

রান্নাঘরে পানির গ্লাস হাতে নেচে ভাইরাল নায়িকা! (ভিডিও)

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি ২০২২ , ০৯:০২ পিএম


loading/img

ভারতের দক্ষিণী ছবির তুমুল জনপ্রিয় নায়িকা রাশমিকা মান্দানা। তাকে ভারতের জাতীয় ক্রাশ বলা হয়ে থাকে। সম্প্রতি সময়ের আলোচিত সিনেমা 'পুষ্পা: দ্য রাইজ' সিনেমায় আল্লু অর্জুনের সঙ্গে জুটি বাঁধেন তিনি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন রাশমিকা। সেখানে তাকে রান্না ঘরে পানির গ্লাস হাতে নিয়ে নাচতে দেখা যাচ্ছে। ভিডিওটি পোস্টের পরপরই অন্তর্জালে সেটি ভাইরাল হয়েছে। প্রায় ২২ লাখ নেটাগরিক ভিডিওটিতে রিয়্যাক্ট দিয়েছেন।

ভিডিওতে দেখা যায়- ডেনিম শর্টস এবং টপ পরেছেন রাশমিকা। পানি ভর্তি গ্লাস নিয়ে কখনো নাচছেন আবার কখনো পানির গ্লাসে চুমুক দিচ্ছেন। খোলা চুলে ঘরোয়া লুকে তার রূপ নেটিজেনদের নজর কেড়েছে।

বিজ্ঞাপন

এদিকে বেশ কিছুদিন ধরেই দক্ষিণী সিনেমার ইন্ডাস্ট্রিতে বইছে রাশমিকার প্রেমের খবর। দক্ষিণী সিনেমার নায়ক বিজয় দেবারাকোন্ডার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন নায়িকা। ভারতীয় একাধিক সংবাদমাধ্যমে তার প্রেমের খবরটি বেশ চাঙা হয়েছে। যদিও এ বিষয়ে এখনও কোন মুখ খোলেননি কেউ। তাই গুঞ্জন পর্যায়েই রয়ে গেছে তাদের প্রেম।

‘ডিয়ার কমরেড’, ‘গীত গোবিন্দম’ এই দুটি সিনেমায় জুটি বেঁধে কাজ করছেন রাশমিকা ও বিজয় দেবারাকোন্ডা। দুটো সিনেমার গল্পই প্রেমের। ফলে দুই তারকার গুঞ্জন একেবারেই উড়িয়ে দিচ্ছেন না তাদের ভক্তরা।

নতুন প্রেমের সম্পর্ক নিয়ে একটি সাক্ষাৎকারে রাশমিকাকে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে খানিকটা ভিন্নভাবে উত্তর দেন। নায়িকার ভাষ্য, ভালোবাসা আমার কাছে হচ্ছে দুজন দুজনকে সম্মান করা। সেই সঙ্গে ভালো করে একে অন্যকে সময় দেওয়া। যেন ভালোবাসার দুটি মানুষই নিরাপদ থাকে। আর ভালোবাসা নিয়ে প্রশ্ন না করাটাই শ্রেয়। কারণ ভালোবাসা হচ্ছে একটা অনুভূতি, যা প্রকাশ করে কাউকে বোঝানো সম্ভব নয়।

বিজ্ঞাপন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |