ঢাকাসোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

ভিউতে নয়, দেশীয় সংস্কৃতি ও কালচারকে তুলে ধরুন: নিকি আহমেদ

আরটিভি নিউজ

রোববার, ১৬ মার্চ ২০২৫ , ০৩:০০ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

ভিউ বানিজ্যের দিকে নজর না দিয়ে দেশীয় সংস্কৃতি, কালচার আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার অনুরোধ করেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নৃত্যশিল্পী নিকি আহমেদ। 

বিজ্ঞাপন

481681653_1828020578009268_2517898237468007619_n

তিনি বলেন, আমাদের দেশের কালচার যেমন মনিপুরী, রাঙ্গামাটির পানি উৎসবসহ বিভিন্ন এলাকার ন্যাচারাল কালচার রয়েছে আপনারা এগুলো তুলে ধরেন। বিশ্বের কাছে ফুটিয়ে তোলেন এটা আমার বাংলাদেশ।

বিজ্ঞাপন

481998055_1828667927944533_1527119094666863453_n

সম্প্রতি আন্তর্জাতিক অঙ্গনে নৃত্যে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এ দেশের বিভিন্ন মহলের সমালোচনার কারনে দেশের নৃত্যাঙ্গন থেকে বহুশিল্পী তাদেরকে গুটিয়ে নিয়েছেন। এখন আর সমাজের নেগেটিভ সমালোচনাকে ভয় না পেয়ে আমরা আমাদের নিজেদের ট্যালেন্টকে ইন্টারনেটের মাধ্যমে আমরা আজকে বিশ্বের বুকে তুলে ধরতে পারি। আর এর মাধ্যমেই আমরা আন্তর্জাতিকভাবে কাজের সুযোগ পেতে পারি। বাইরের কালচারে নোরা ফাতেহী, শিল্পা শেঠী ড্যান্স করছে আবার ওটিলিয়াকে আমাদের দেশে ড্যান্স পারফরম্যান্স করতে নিয়ে আসা হচ্ছে। আমরা টাকা দিয়ে টিকে কিনে সেই ড্যান্স দেখি। কিন্তু যখন আমি ওই পোষাকে ড্যান্স করছি তখন আপনারা আমার সমালোচনা করছেন। এমনটা কেন? আপনি যদি ওনাদেরকে মেনে নিতে পারছেন তবে আমাকে কেনো মেনে নিতে পারছেন না? আমাদের সমাজেও অনেক শাকিরা, রিয়ানা লুকায়িত আছে তাদেরকে একটু উৎসাহ দিলেই কিন্তু তারা নিজেকে প্রমাণ করার সুযোগটা পায়।

458196254_1696941947783799_2704748582443624240_n

বিজ্ঞাপন

ভবিষৎ পরিকল্পনার বিষয়ে নিকি জানান, ইতোমধ্যে বিশ্বের ১০ টি দেশে পারফরম্যান্স করেছেন। জুন মাসে থাইল্যান্ডে পলনুরেলা একাডেমীতে বাংলাদেশী হয়ে এই প্রথম বাংলা গানে সেখানে পারফরম্যান্স করতে যাচ্ছেন তিনি। এর আগে তাকে হিন্দি বা অন্য কোন ভাষার গানে পারফরম্যান্স করতে বলা হতো এবার সেখানে তিনি বাংলা গানে বাঙালি কালচারে পারফরম্যান্স করতে অনুমতি পেয়েছেন। একই মাসে ইন্দোনেশিয়ায় একটি প্রাগ্রাম রয়েছে।

462601786_1725501658261161_756048069862520064_n

নিকি বলেন, জুলাই মাসে তুর্কি ফেস্টিবালে আমার পারফরম্যান্স করার সুযোগ হয়েছে সেখানে ৬১ টি দেশের সাথে একমাত্র আমি আমার বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি।

আরটিভি/এএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |