ঢাকাশুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

এই দিনে তুমি জন্ম নিয়েছিলে : অপু বিশ্বাস (ভিডিও)

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২ , ০৪:২৩ পিএম


loading/img

ঢালিউড কুইন অপু বিশ্বাস। দীর্ঘ দেড় যুগ ধরে সিনেমায় কাজ করছেন তিনি। একটা সময় ইন্ডাস্ট্রির শীর্ষ নায়িকা হিসেবে তুমুল ব্যস্ত সময় পার করেছেন। মাঝে কিছুটা বিরতি দিয়ে এখন আবারও সিনেমায় নিয়মিত হয়েছেন। সেই সঙ্গে সরব আছেন সামাজিক যোগাযোগমাধ্যমেও। এদিকে ছেলে আব্রাহাম খান জয়ের জন্মদিন মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর)। জয় ৭ বছরে পা দিয়েছে। এ নিয়ে ফেসবুকে অপু বিশ্বাস একটি ভিডিও আপলোড করেছেন।

বিজ্ঞাপন

সেখানে ক্যাপশনে লিখেছেন, এই দিনে তুমি জন্ম নিয়েছিলে। আমার কোল আলো করে এসেছো। অনেক আশীর্বাদ তোমার জন্য বাবা। আরও বড় হও, মানুষের মতো মানুষ হও। দিদার চাওয়া-পাওয়া, তোমার পরিবারের চাওয়া-পাওয়া পূর্ণ করো। ভালো থেকো। শুভ জন্মদিন।

প্রসঙ্গত, শনিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর বনানীর একটি রেস্তোরাঁয় অপু বিশ্বাস প্রযোজিত প্রথম সিনেমা ‘লাল শাড়ি’র মহরত অনুষ্ঠিত হয়েছে। সেখানে সিনেমা সংশ্লিষ্ট সবাই হাজির হয়েছিলেন। সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা ‘লাল শাড়ি’র সহপ্রযোজক তিনি। সেই সঙ্গে এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ও করবেন। এটি পরিচালনা করছেন বন্ধন বিশ্বাস।

বিজ্ঞাপন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |