ঢাকাবৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

চৌষট্টিতে হানিফ সংকেত

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ২৩ অক্টোবর ২০২২ , ০৬:৩২ পিএম


loading/img

বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও উপস্থাপক হানিফ সংকেত। ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ দিয়ে তিনি দেশব্যাপী জনপ্রিয়তা পেয়েছেন। লেখালেখি ও নাটক নির্মাণেও তার সুনাম উল্লেখযোগ্য। আজ (২৩ অক্টোবর) তার জন্মদিন।

বিজ্ঞাপন

জন্মদিনে আত্মীয়-স্বজন, সহকর্মী ও অনুরাগীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন হানিফ সংকেত। সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দোয়া চেয়েছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় নিজের ফেরিফায়েড ফেসবুক পেজে হানিফ সংকেত লিখেছেন, ‘যতদিন বাঁচি, বাঁচি যেন ভালোবাসা নিয়ে, বাঁচি যেন হৃদয়ের উত্তাপ বিলিয়ে। আপনাদের ব্যস্ততম জীবনে আমার এই জন্ম তারিখটি মনে রেখে যারা আমাকে শুভেচ্ছা জানিয়েছেন, ভালোবাসা প্রকাশ করেছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।’ আপনাদের এই অকৃত্রিম ভালোবাসাই আমার চলার পথের পাথেয়। দোয়া করবেন। ভালো থাকবেন সবাই।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ১৯৫৮ সালের আজকের এই দিনে (২৩ অক্টোবর) বরিশালে জন্মগ্রহণ করেন হানিফ সংকেত। তিনি একধারে  উপস্থাপক, পরিচালক, অভিনেতা, প্রযোজক ও লেখক। সামাজিক কার্যক্রমের জন্য একুশে পদক পুরস্কার পান তিনি। এ ছাড়াও পরিবেশ শিক্ষা ও প্রচারের জন্য জাতীয় পরিবেশ পদকও দেওয়া হয় তাকে। এ ছাড়া তিনি দেশে-বিদেশে বহু পুরস্কারে ভূষিত হয়েছেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |