বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত আর বিতর্ক একে অপরের সঙ্গী। তাকে ঘিরে কোনো না কোনো বিতর্ক লেগেই থাকে। ‘বিতর্কের রানি’ বলা চলে তাকে।
সাম্প্রতিক সময়ে বলিউডের আলোচিত এই অভিনেত্রী অভিনয়ের ক্ষেত্রেও বেশ মনোযোগী হয়েছেন। তবে তিনি নতুন এক আবদার করেছেন ইলন মাস্কের কাছে।
সম্প্রতি মালিকানা বদলের পর ইলন মাস্কের কাছে নিজের টুইটার অ্যাকাউন্ট ফেরত চেয়েছেন বলিউডের এই বিতর্কিত অভিনেত্রী।
বিষয়টি নিয়ে ইলন মাস্ককে ট্যাগ করে কঙ্গনা শুক্রবার (২৮ অক্টোবর) অন্য একটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন।
জানা যায় রাজনৈতিক উসকানিমূলক টুইট করার কারণে গত বছরের মে মাসে কঙ্গনার টুইটার হ্যান্ডেলকে সাসপেন্ড করা হয়। এ ঘটনার প্রতিবাদও করেছিলেন কঙ্গনা।
প্রসঙ্গত, প্রভাবশালী সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার ৪ হাজার ৪০০ কোটি ডলারে কিনে নিয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিকাল থেকেই টুইটারের দায়িত্ব নিয়েছেন তিনি।
সূত্র : ট্রিবিউন ইন্ডিয়া