এপার-ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল নুসরাত ফারিয়া। খুব শিগগিরই নতুন গল্পে পুরোনো রূপে হাজির হচ্ছেন এই অভিনেত্রী। ২০১৯ সালে
নারী অধিকার নিয়ে রাজপথে আন্দোলনে নেমেছিল নুসরাত। এমনই প্রতিবাদী এক চরিত্রে ‘বিবাহ অভিযান’ সিনেমায় পর্দায় আসেন তিনি। ছবিটি নির্মাণ করেছিলেন বিরসা দাশগুপ্ত। এবার ওই ছবির দ্বিতীয় কিস্তি ‘বিবাহ অভিযান ২’ নির্মাণ করছেন সৌমিক হালদার। আর এবারের চিত্রনাট্যও লিখেছেন রুদ্রনীল। গত ৫ নভেম্বর (শনিবার) ওই ছবিরই শুটিংয়ে অংশ নিয়েছেন নুসরাত।
জানা গেছে, নতুন গল্পেও পুরোনো রূপে দেখা যাবে নুসরাতকে। নতুন পর্বের চরিত্রে খুব একটা পরিবর্তন হয়নি তার। প্রথম পর্বের মতোই আধুনিক ও স্বাধীনচেতা একজন নারীর রূপেই দেখা যাবে। এমনকি তার পোশাকেও খুব একটা পরিবর্তন থাকবে না।
উল্লেখ্য, ‘বিবাহ অভিযান ২’ ছবির দ্বিতীয় পর্বে মুখ্য চরিত্রে অভিনয় করবেন নুসরাত। সেই সঙ্গে এই সিনেমায় আরও অভিনয় করেছেন- অঙ্কুশ, রুদ্রনীল, সোহিনী, অনির্বাণ, প্রিয়ঙ্কা। এ ছাড়া একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন অভিনেতা সৌরভ।