অবশেষে দীর্ঘ চার বছরের সম্পর্ক ভেঙে দিলেন সোহিনী ও রণজয়। এর আগে মাঝে মধ্যে সেই সম্পর্কে ভাঙনের খবর শোনা যেত। তবে মিলও হয়ে যেত দুজনের। টলিউডের অন্দরের খবর, এবার পাকাপাকিভাবেই দুজন আলাদা হয়ে গেলেন। যদিও এখন পর্যন্ত সোহিনী বা রণজয়, কেউই এই নিয়ে মুখ খোলেননি।
জি নিউজের প্রতিবেদন অনুযায়ী, নতুন সম্পর্কে জড়ানোর কারণে সম্পর্ক ভেঙে দিলেন সোহিনী সরকার ও রণজয়।
লকডাউনের সময় তারা লিভ ইন করতেন। পরস্পরের পরিবারেও আসা-যাওয়া ছিল। তবে তার পরে ঝামেলা হলেও, বিচ্ছেদ নয়, সোহিনী ও রণজয়ের মান-অভিমান পর্বই চোখে পড়েছে টলিপাড়ার।
শেষ পর্যন্ত মান-অভিমান, ঝগড়ার পাহাড় ডিঙিয়ে তারা আর এক হলেন না। তাই পাকাপাকি বিচ্ছেদের সিদ্ধান্ত। কিন্তু এখন হঠাৎ বিচ্ছেদ? টলিউডের অন্দরের খবর, মান-অভিমান ছিলই, তারপরেও দুজনে সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করেছিলেন। কিন্তু তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ সব চেষ্টায় জল ঢেলে দিয়েছে।
জানা যায়, সোহিনীর সঙ্গে নাকি তার কোনো সহ-অভিনেতার নাম জড়িয়েছে। অন্যদিকে রণজয় বিষ্ণুর সঙ্গে ছোট পর্দার এক অভিনেত্রীর নাম জড়িয়েছে।
বর্তমানে সোহিনী নতুন ছবি ‘অমর সঙ্গী’র শুট্যিংয়ে ব্যস্ত। রণজয় মন দিয়েছেন ‘গুড্ডি’ সিরিয়ালে।
সূত্র : জিনিউজ