তরুণ নির্মাতা মুনতাসির আকিব। বেশ কয়েক বছর ধরেই বিজ্ঞাপন নির্মাণ করছেন তিনি। সেই ধারাবাহিকতায় এবার ক্রিকেটার তামিম ইকবাল, আশরাফুল ইসলাম এবং অভিনেত্রী সারিকাকে নিয়ে নতুন দুটি বিজ্ঞাপনচিত্র নির্মাণ করেছেন। আগামী ডিসেম্বরেই সেগুলো প্রচারে আসবে।
বিজ্ঞাপন ছাড়াও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে হাতেখড়ি হয়েছে এ নির্মাতার। কাজের স্বীকৃতিস্বরূপ লন্ডন ফিল্ম ফেস্টিভালে সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সম্মাননা পেয়েছেন আকিব।
তিনি বলেন, বাংলাদেশে এখন পর্যন্ত অনেক গল্প এক্সপ্লোর করা হয়নি। এক সময়ের ভিন্নধারার গল্পই এখন মূলধারায় রূপ নিয়েছে। গল্প বলার প্যাটার্ন পাল্টেছে আপাদমস্তক। নতুন প্রজন্মের শিক্ষিত এবং রুচিশীল পরিচালকদের এগিয়ে আসতে হবে, কারণ এখন সময়টা গল্পের।
আকিব আরও বলেন, ভালো গল্প বলতে হলে যে ভালো বাজেটই লাগবে সেক্ষেত্রে আমি একমত নই। তবে হ্যাঁ, বিজ্ঞাপনে ভালো গল্পে কাজ করতে হলে ভালো বাজেট দরকার। কারণ, সেখানে টেকনিক্যাল অনেক ব্যাপারে সূক্ষ্মভাবে খেয়াল রাখতে হয়।
নির্মাতা জানান, ২০২৩ সালে সিনেমা নিয়ে কাজ করতে যাচ্ছি। স্ক্রিপ্টসহ চিত্রনাট্য শেষ হয়েছে, ডিসেম্বর থেকে চলবে প্রি-প্রোডাকশনের কাজ।