বলিউডে অক্ষয় কুমার ও টাইগার শ্রফের সিনেমায় কাজ করার সুযোগ পেলে তা লুফে নেবেন না এমন অভিনেত্রী খুঁজে পাওয়া যাবে না বললেই চলে। কারণ, বক্স-অফিসে তাদের সিনেমা মানেই হিট। কিন্তু সেই সুযোগ পেয়েও ফিরিয়ে দিলেন জাহ্নবি কাপুর।
আলি আব্বাস জাফর পরিচালিত ২০২৩ সালের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বড়ে মিয়া ছোটে মিয়া ২’-তে নায়িকা ছিলেন সোনাক্ষী সিনহা, জাহ্নবি কাপুর এবং মানুষী চিল্লার। কিন্তু হঠাৎ এ সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন শ্রীদেবী কন্যা।
এরপরেই ব্যাপক সমালোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেকের মনেই প্রশ্ন উঠেছে পারিশ্রমিকের কারণেই কি নিজেকে সরিয়ে নিয়েছেন এই অভিনেত্রী?
তবে ছবিটির সূত্র জানিয়েছে, পারিশ্রমিকের জন্য না, সিনেমার চিত্রনাট্য পছন্দ না হওয়ায় নিজেকে গুটিয়ে নিয়েছেন শ্রীদেবী কন্যা। সিনেমায় তার চরিত্রটি যেভাবে নির্মাতা উপস্থাপন করতে চেয়েছেন সেটা মোটেও ভালো লাগেনি অভিনেত্রীর। তাই এমন সিদ্ধান্ত নিয়েছেন জাহ্নবী।
প্রসঙ্গত, ‘বড়ে মিয়া ছোটে মিয়া ২’ সিনেমায় তিনজন নায়িকা অভিনয় করবেন। সোনাক্ষী ও মানুষী আগেই চূড়ান্ত হয়েছিলেন সিনেমায় অভিনয়ের জন্য। এরপরে জাহ্নবি চূড়ান্ত হলেও এখন ছবিতে কাজ করবেন না বলে জানিয়েছেন তিনি। তবে অভিনেত্রী হঠাৎ সরে দাঁড়ানোয় রীতিমতো চিন্তার ভাঁজ পড়েছে নির্মাতাদের চোখেমুখে।