ঢাকাবৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

হনুমানের জন্য কোটি রুপি দান অক্ষয়ের

বিনোদন ডেস্ক, আরটিভি

বুধবার, ৩০ অক্টোবর ২০২৪ , ০৪:৫০ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার। ক্যারিয়ারে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। পর্দায় নিজের চরিত্র ফুটিয়ে তুলতে যেন কোনো কমতি রাখেন না এই তারকা। বহুবার এমন অনেক পদক্ষেপ নিয়েছেন যা অভিনয়কে আরও অনেক বাস্তব করে তুলেছে। তার অভিনয়ে মুগ্ধ হন সিনেমাপ্রেমীরাও।

বিজ্ঞাপন

অভিনয়ের পাশাপাশি ধর্মে-কর্মে মন রয়েছে অক্ষয় কুমারের। করেন দানও। এর আগে হাজি আলির দরগা সংস্কারের জন্য প্রায় ১.২১ কোটি রুপি দান করেন। এবার হনুমানের জন্য দান করলেন ১ কোটি রুপি। 

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, অভিনেতা বিশ্বাস করেন জীবজন্তু ভারতীয় সভ্যতা ও পুরাণের সঙ্গে জড়িত। তাই তাদের দেখভালের জন্য এই অর্থ সাহায্য। 

বিজ্ঞাপন

ভারতের অযোধ্যার অঞ্জন সেনা ট্রাস্টের প্রধান স্বামী রাঘবাচার্য মহারাজই নাকি অক্ষয়ের সঙ্গে যোগাযোগ করেন এই মহৎ কাজে যোগ দেওয়ার অনুরোধ জানান। সেসময় কথা দিয়েছিলেন অক্ষয়। এবার রাখলেন। 

এদিকে টানা ফ্লপে যা-তা অবস্থা অক্ষয়ের ক্যারিয়ারের। মুক্তি পেতে যাচ্ছে রোহিত শেঠির ‘সিংহাম অ্যাগেইন’। এতে ক্যামিও করছেন একাধিক বলি তারকা। খিলাড়িও আছেন সে তালিকায়। ছবিটি ব্যবসা সফল হলে কিছু হলেও আক্ষেপ ঘুচবে অক্ষয়ের। 

‘সিংহাম অ্যাগেইন’-এ অক্ষয় ছাড়াও অভিনয় করেছেন অজয় দেবগন, কারিনা কাপুর, রণবীর সিং, দীপিকা প্রমুখ।

বিজ্ঞাপন

আরটিভি/এএ/এসএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |