ঢাকাWednesday, 28 May 2025, 14 Jyoishţho 1432

মৃত্যুর পরেও দেখা মিলবে ঐন্দ্রিলার!  

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ০৪ ডিসেম্বর ২০২২ , ০১:৪৯ পিএম


loading/img
ঐন্দ্রিলা

কলকাতার ছোট পর্দার জনপ্রিয় সদ্যপ্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার না ফেরার দেশে পাড়ি জমান রোববার (২০ নভেম্বর)। ইতোমধ্যে তার চলে যাওয়ার দুই সপ্তাহ পেরিয়ে গেছে। শোবিজ অঙ্গন থেকে শুরু করে তার এমন মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভক্ত-অনুরাগী সবাই। 

বিজ্ঞাপন

তবে মৃত্যুর পরেও আবার দেখা মিলবে ঐন্দ্রিলার। তার অভিনীত ‘জিয়নকাঠি’ সিরিয়ালের মাধ্যমে ভক্তদের সামনে হাজির হচ্ছেন এ অভিনেত্রী। ঐন্দ্রিলার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে পুনরায় ধারাবাহিকটি প্রচারের সিদ্ধান্ত নিয়েছেন সান বাংলা চ্যানেল।

কিন্তু এ বিষয়ে এখনও কিছু জানায়নি সান বাংলা চ্যানেলটির সংশ্লিষ্টরা। এতে মৃত্যুর পরেও অভিনেত্রী বেঁচে থাকবেন ভক্ত-অনুরাগীদের মনে। সোশ্যাল মিডিয়ায় আজও ঐন্দ্রিলার হাসিমুখটা দেখতেই ব্যাপক উৎসুক তার ভক্তরা।  

বিজ্ঞাপন

উল্লেখ্য, ক্যানসার জয়ের পরেই সিরিয়ালটিতে অভিনয় করেছিলেন ঐন্দ্রিলা। ধারাবাহিকটিতে আরও কাজ করার কথা থাকলেও হঠাৎ সবাইকে কাঁদিয়ে চলে গেলেন অভিনেত্রী।      
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |