ঢাকাWednesday, 28 May 2025, 14 Jyoishţho 1432

ঐন্দ্রিলার মৃত্যুর একমাস, কেমন আছেন প্রেমিক সব্যসাচী?

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২১ ডিসেম্বর ২০২২ , ০৮:৫৩ এএম


loading/img

মাত্র ২৪ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন কলকাতার ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। এরইমধ্যে কেটে গেছে একমাস। প্রিয় মানুষটিকে হারিয়ে পুরোপুরি ভেঙে পড়েছেন প্রেমিক সব্যসাচী চৌধুরী। এখনও তিনি কাজে ফেরেননি। নিজেকে সামলানোর চেষ্টা করছেন অভিনেতা।

বিজ্ঞাপন

এখন কেমন আছেন সব্যসাচী? এ নিয়ে এক সংবাদমাধ্যম যোগাযোগ করলে তিনি একবাক্যে বলেন, ‘আমি কিছুটা ঠিক আছি।’ ঐন্দ্রিলাকে নিয়ে কোনো মন্তব্য করতে চান না, স্পষ্টভাবেই জানিয়ে দিলেন সব্যসাচী।

গত কয়েক বছর ধরেই ঐন্দ্রিলার ছায়াসঙ্গী হয়ে ছিলেন সব্যসাচী। জীবনের প্রতিটি সংকটময় মুহূর্তে তাকে পাশে পেয়েছেন প্রয়াত অভিনেত্রী। এবারও প্রিয় মানুষটির সুস্থ হয়ে ফেরার অপেক্ষায় ছিলেন সব্যসাচী। কিন্তু ডাক্তারদের সব চেষ্টাকে ব্যর্থ করে পৃথিবী ভ্রমণ শেষ করেন ঐন্দ্রিলা।

বিজ্ঞাপন

এদিকে ঐন্দ্রিলার মৃত্যুর আগের রাতেই সোশ্যাল মিডিয়ায় তার অসুস্থতা নিয়ে করা সব পোস্ট মুছে ফেলেন সব্যসাচী। অভিনেত্রীর মৃত্যুর পর ফেসবুকে তার আইডিটিও সরিয়ে ফেলেন। এরপর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিও মুছে ফেললেন অভিনেতা। বলা চলে, সোশ্যাল মিডিয়ার সঙ্গে দূরত্ব বাড়িয়েছেন সব্যসাচী। তবে ঐন্দ্রিলার ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখনও সচল।

প্রসঙ্গত, দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে অভিনয়ে ফিরেছিলেন ঐন্দ্রিলা শর্মা। তবে বিধিবাম। গত ১ নভেম্বর রাতে স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হন তিনি। ডাক্তারদের শত চেষ্টা সত্ত্বেও শেষ রক্ষা হয়নি। গত ২০ নভেম্বর দুপুর ১টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন ঐন্দ্রিলা।

বিজ্ঞাপন
Advertisement

তবে ঐন্দ্রিলার সঙ্গে সব্যসাচীও কম লড়াই করেননি। হাসপাতালে প্রেমিকার সঙ্গেই দিন-রাত কাটিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় প্রিয় মানুষকে নিয়ে নানারকম আলোচনা দেখে কখনও ক্ষোভ ঝেড়েছেন, আবার কখনও অসহায়ের মতো প্রার্থনার আর্জি জানিয়েছেন। তবে বাস্তব সত্যকে মেনে নিয়েছেন সব্যসাচী। শেষ বিদায়ে প্রেমিকাকে নিজ হাতে সাজিয়েছেন। ভালোবাসার মানুষটিকে হারিয়ে তিনি এখন একা।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |