ঢাকাবৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

মহেশের যে শর্তে অভিনয় ছেড়েছিলেন নম্রতা 

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২ , ১০:২৫ এএম


loading/img

অভিনয় জগতের জনপ্রিয় তারকা দম্পত্তি মহেশ বাবু ও নম্রতা শিরোদকর। ক্যারিয়ারে মহেশ জনপ্রিয়তার শীর্ষে থাকলেও বিয়ের পর নিজেকে গুটিয়ে নেন নম্রতা।   

বিজ্ঞাপন

বড় পর্দায় সাবলীল অভিনয় এবং ব্যক্তিত্বের কারণে অসংখ্য ভক্ত-অনুরাগী রয়েছে মহেশের। এমনকি ‘প্রিন্স অব টলিউড’ও বলা হয় অভিনেতাকে। নারী ভক্তের সংখ্যাও কম নয় এই তারকার। কিন্তু বিগত দুই দশক ধরে মহেশের মনের রানি হয়ে আছেন স্ত্রী নম্রতা শিরোদকর।     

নম্রতা অভিনয়ের পাশাপাশি মডেলিংও করতেন। ১৯৯৩ সালে ‘মিস ইন্ডিয়া’ বিজয়ী হয়েছিলেন অভিনেত্রী। পরে ভারতের হয়ে ‘মিস ইউনিভার্স’ আসরে প্রতিনিধিত্ব করে পঞ্চম হন তিনি। সে সময় সম্ভাবনাময় উজ্জ্বল একটি ক্যারিয়ার ছিল নম্রতার। কিন্তু বিয়ের পর অভিনয়কে বিদায় জানান এই লাস্যময়ী।     

বিজ্ঞাপন

কয়েক দিন আগে তেলেগুর একটি ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকারে নম্রতা বলেন, স্বামী মহেশের কারণেই অভিনয় থেকে সরে দাঁড়ান তিনি। সে সময় মহেশ পরিষ্কার তাকে জানিয়েছিলো, সে কর্মজীবী কোনো স্ত্রী চায় না। যদি তখন আমি কোনো অফিসেও চাকরি করতাম, তাহলেও কাজটি ছেড়ে দিতে বলতো। এরকম বেশ কিছু বিষয়ে বিয়ের আগেই বোঝাপড়া হয়েছিল দুজনের মধ্যে।       

এর আগে অভিনয় থেকে সরে যাওয়ার কারণ ব্যাখ্যা করে এই অভিনেত্রী বলেছিলেন, নায়িকা হওয়ার চেয়ে মহেশের স্ত্রী হতে বেশি পছন্দ করেন তিনি। কিন্তু তবুও টলিউডে গুঞ্জন রয়েছে, মহেশের কারণে অভিনয় ছাড়তে বাধ্য হয়েছিলেন অভিনেত্রী।

তিনি আরও বলেন, বিয়ের আগে আমি মহেশকে বলেছিলাম, বিয়ের পর অ্যাপার্টমেন্ট থাকব। কারণ হায়দরাবাদে গিয়ে এত বড় বাংলোতে কীভাবে থাকবো, তা ছাড়া অনেক ভয়ও পাচ্ছিলাম আমি। যার কারণে  নতুন একটি অ্যাপার্টমেন্টে আমরা থাকা শুরু করি। হায়দরাবাদে গিয়ে এই শর্তই দিয়েছিলেন স্বামীকে।  

বিজ্ঞাপন

একইভাবে, মহেশও চেয়েছিল, আমি যেন কোনও কাজ না করি। যার জন্য বিয়ের আগেই আমার সব সিনেমার কাজ শেষ করে ফেলি। 

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ২০০৫ সালের ১০ ফেব্রুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হন মহেশ-নম্রতা। গৌতম কৃষ্ণা এবং সিতারা নামে দুজন সন্তান রয়েছে এই দম্পতির। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |