ঢাকাবুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

শুটিং সেট থেকে তুনিশার চিরকুট উদ্ধার

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২ , ১০:১০ এএম


loading/img

ভারতের ছোট পর্দার জনপ্রিয় প্রয়াত অভিনেত্রী তুনিশা শর্মা। শনিবার (২৪ ডিসেম্বর) শুটিং সেট থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে সহকর্মীরা। সম্প্রতি অভিনেত্রীর মৃত্যুর ৫ দিন পর শুটিং সেট থেকে একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ।   

বিজ্ঞাপন

ওই চিরকুটে লেখা রয়েছে, ‘ওর সৌভাগ্য যে আমাকে সহ-অভিনেত্রী হিসাবে পেয়েছে’। ওই কাগজে তুনিশার নামের সঙ্গে প্রাক্তন প্রেমিক শেজান খানের নামও উল্লেখ ছিল।  
তদন্তকারীরা চিরকুট দেখে অনুমান করছেন, তুনিশা তার প্রাক্তন প্রেমিকের সম্পর্কেই এমন মন্তব্য করেছেন। চিরকুট হাতে পাওয়ার পর অভিনেত্রীর মৃত্যুরহস্য আরও খতিয়ে দেখছেন পুলিশ।        

এ ছাড়াও, মামলার তদন্তকারীরা তুনিশা এবং শেজানের হোয়াটসঅ্যাপের চ্যাটিং লিস্ট বের করেছেন। সেখানে তাদের কথোপকথনের ২৫০টি চ্যাটিং ভালোভাবে খতিয়ে দেখছেন তারা। তবে চ্যাটের সবই নাকি তড়িঘড়ি ডিলিট করে দেওয়া হয়েছিল বলে জানান পুলিশ।      

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, ‘আলিবাবা: দস্তান-এ-কাবুল’ সিরিয়ালের শুটিংয়ে অংশ নিয়েছিলেন তুনিশা-শেজান। সেই শুটিং সেটেই নিজেকে শেষ করে দেন এই অভিনেত্রী। ঘটনার কিছু সময় আগেই মেকআপ রুমের ভিতরে দুজনকে কথা কাটাকাটি করতে দেখা গিয়েছিল। সে সময় দু’জনই বেশ উত্তেজিত ছিল। তার ১৫ মিনিটের মধ্যেই বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে গলায় ফাঁস দেন অভিনেত্রী।

ইতোমধ্যে মেয়েকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে অভিনেত্রীর প্রাক্তন প্রেমিক-সহশিল্পী শেজান খানের বিরুদ্ধে মামলা করেন তুনিশার মা বিনিতা শর্মা। ওই মামলার পর আসামিকে গ্রেপ্তারও করেছে পুলিশ।    

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |