বলিউডে দারুণ সময় পার করছেন অভিনেত্রী তাপসী পান্নু। মৌলিক সব ছবিতে অভিনয় করে ইতিমধ্যে ইন্ডাষ্ট্রিতে সুপরিচিত হওয়ার পাশাপাশি সম্মানের জায়গায় পৌঁছে গেছেন এই সুন্দরী। ২০২১ সালের ২ জুলাই নেটফ্লিক্সে মুক্তি পাওয়া রোমান্টিক থ্রিলারধর্মী ‘হাসিন দিলরুবা’ ছবিতে রানি কাশ্যপ সাক্সেনা চরিত্রে অভিনয় করে ব্যাপক সাড়া ফেলেছিলেন তিনি।
বুধবার (১১ জানুয়ারি) এই অভিনেত্রী জানালেন নতুন খবর। তাপসী পান্নু নতুন একটি ছবির পোস্টার শেয়ার করেছেন তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে।
পোস্টারে দেখা যায়, তাপসী নৌকায় বসে জলে ভাসতে ভাসতে তাজমহলের দিকে যাচ্ছেন। তার পরনে লাল শাড়ির সঙ্গে কালো স্লিভ-ব্যাকলেজ ব্লাউজ। পোস্টারের ক্যাপশনে লেখা, ‘এক নতুন শহরে, আরও একবার বিশৃঙ্খলা করতে আসছে আমাদের হাসিন দিলরুবা।
এ ব্যাপারে তাপসী পান্নু বলেন, এবারের ছবিটি একটু ব্যতিক্রম। সিনেমার গল্প শুনে আমার রক্তচাপ পর্যন্ত বেড়ে গিয়েছিল। সেজন্য লেখক কনিকা ধিলনের কাছে আবেদন জানিয়েছি যেন একটু রয়েসয়ে গল্পটি লেখেন।
‘হাসিন দিলরুবা’ ছবিটি নির্মাণ করেছিলেন বিনিল ম্যাথিউ। দ্বিতীয় অর্থাৎ ‘ফির আয়ি হাসিন দিলরুবা’ নামের এই ছবিটি নির্মাণ করছেন জয়প্রদ দেশাই। ছবিটি ওটিটি প্লাটফর্ম নাকি সিনেমা হলে মুক্তি পাবে এ বিষয় নিশ্চিত করেননি তাপসী সহ ছবি সংশ্লিষ্ট অন্যরা।
এটির পরপরই শুটিং শুরু করবেন ‘ডানকি’ নামের আরও একটি ছবির কাজ। রাজকুমার হিরানীর পরিচালনায় এতে তিনি শাহরুখ খানের সঙ্গে অভিনয় করবেন।