ঢাকা

বীরকে নিয়ে শাকিবের বাড়িতে বুবলী

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৩ , ১১:৩৩ পিএম


loading/img

বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় স্টার কিড শেহজাদ খান বীর। বাবা শাকিব ও মা বুবলীর তারকাখ্যাতির সুবাদে ছোট্ট বীরও তারকা বনে গেছে। তাকে ঘিরে নেটিজেনদের আগ্রহের কমতি নেই। সোশ্যাল মিডিয়ায় বীরের ছবি পোস্ট করা মাত্রই সেটি ভাইরাল হয়ে যায়।

বিজ্ঞাপন

ভালোবাসা দিবস উপলক্ষে ছেলেকে নিয়ে তোলা কয়েকটি ছবি পোস্ট করেছেন বুবলী। ছবিগুলো দেখেই বুঝা যাচ্ছে, বীরকে নিয়ে তোলা বুবলীর ছবিগুলো শাকিব খানের পূবাইলের শুটিং বাড়ি জান্নাত-এ। কিছুদিন আগেই ছবিগুলো তুলেছেন নায়িকা।

এখন পর্যন্ত মা-ছেলের সেই পোস্টে চল্লিশ হাজারের বেশি লাইক ও প্রায় দুই হাজার মন্তব্য জমা পড়েছে। সেখানে নেটিজেনদের অনেকেই বীরের প্রতি ভালোবাসা জানিয়েছেন। আবার শাকিবের কিছু ভক্ত লিখেছেন, এটি শাকিব খানের শুটিং বাড়ি জান্নাত। অনেক সিনেমায় তারা এই স্থানটি দেখেছেন।

বিজ্ঞাপন

শাকিব ও বুবলীর ঘনিষ্ঠজনদের ভাষ্যমতে, বর্তমানে তারা দুজন দুই মেরুর বাসিন্দা। তবে বড় ছেলে আব্রাম খান জয়ের মতো ছোট ছেলে শেহজাদ খান বীরের প্রতিও সমান আন্তরিক নায়ক। দুই সন্তান (জয় ও বীর) প্রায়ই তার সঙ্গে সময় কাটায়। তিনিও সন্তানদের সঙ্গ বেশ উপভোগ করেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |