ঢাকামঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

আমাকে দেখলেই মানুষ বলে ‘শাকিব খানের বউ’: সুমাইয়া রিমু

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ , ০১:০৪ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

সোশ্যাল মিডিয়ার এক আলোচিত নাম সুমাইয়া রিমু। বিভিন্ন ভিডিও ও অনলাইন উপস্থিতির মাধ্যমে ভাইরাল হয়ে ওঠা এই তরুণী সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দিয়েছেন চমকপ্রদ তথ্য। জানিয়েছেন, রাস্তায় বের হলেই মানুষ তাকে শাকিব খানের বউ বলে ডাকে।
 
বিভিন্ন সময় বক্তব্যের কারণে আলোচনায় থাকা রিমু বলেন, আমি রাস্তাঘাটে বের হলে পাবলিক আমাকে এমন একটা নাম দিয়ে দিছে—মানুষ বলে, এই দেখো শাকিব খানের নায়িকা যাচ্ছে। আবার কেউ কেউ বলে, এইটা কি শাকিব খানের বউ না?

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, কালকে চার-পাঁচজন লোক এসে আমাকে বলেছে, এই যে শাকিব খানের বউ, তার সঙ্গে দেখা করব। মানে এই জিনিসগুলো আমার সঙ্গে হচ্ছে। আমি বুঝলাম না—আমি তার সঙ্গে কোনো সিনেমা করলাম না, কোনো কিছুই করলাম না, অথচ হয়ে গেলাম শাকিব খানের নায়িকা!

তবে এই প্রচারণা বা ভুল বোঝাবুঝিকে নেতিবাচকভাবে না দেখে বরং ‘বড় ক্রেডিট’ হিসেবে দেখছেন রিমু।

বিজ্ঞাপন

তিনি বলেন, যাই হোক এটা আমার সবথেকে বড় একটা ক্রেডিট। আর এটা আমার শুনতে ভালোই লাগে।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |