ঢাকাসোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

নিশোর সঙ্গে জুটি বাঁধা প্রসঙ্গে মুখ খুললেন বুবলী

আরটিভি নিউজ

রোববার, ২০ এপ্রিল ২০২৫ , ০২:১৩ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

এবার ঈদে মুক্তি পেয়েছে ছয়টি চলচ্চিত্র। ছবিগুলো হলো—‘বরবাদ’, ‘দাগি’, ‘জংলি’, ‘চক্কর ৩০২’ ‘অন্তরাত্মা’ ও ‘জ্বীন-৩’। দেশের বিভিন্ন সিনেপ্লেক্স থেকে শুরু করে সিঙ্গেল স্ক্রিনগুলোতে বেশ দাপটের সঙ্গেই চলছে ঈদের সিনেমাগুলো।

বিজ্ঞাপন

ঈদে মুক্তি পাওয়া দুই সিনেমা ‘দাগি’ ও ‘জংলি’তে অভিনয় করেছেন নায়িকা শবনম বুবলী ও আফরান নিশো। দুই সিনেমা ঘিরেই দর্শকদের বেশ আগ্রহ দেখা যাচ্ছে। গুঞ্জন উঠেছে এবার ঢাকাই সিনেমায় জুটি বাঁধতে তারা। 

সম্প্রতি একটি সাংবাদিক সম্মেলনে বুবলী ঈদুল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাগুলোর সাফল্য এবং নানা তকমা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, সবাই চাই যে, সব সিনেমা থেকে সবাই লাভবান হোক। সুপারহিট, ব্লকবাস্টার, ইন্ডাস্ট্রি হিট; এগুলো দরকার। এই তকমাগুলো আমাদের সিনেমার জন্য পজেটিভ, ইন্ডাস্ট্রির জন্য পজেটিভ, শিল্পীদের জন্য পজেটিভ। কিন্তু যার প্রোডিসার আছেন, টিম আছেন—তারা অবশ্যই সেটা এক্সপেক্ট করেন। সবাই মিলেমিশে যদি একটা সুন্দর সমাধানে আসা যায় সেটা খুব সহজেই আসলে সম্ভব।

বিজ্ঞাপন

ঈদুল আজহা উপলক্ষে নির্মিত কোনো সিনেমায় আফরান নিশোর সঙ্গে শবনম বুবলী জুটি বাঁধছেন কি না? সাংবাদিকদের করা এমন প্রশ্নের উত্তরে বুবলী বলেন, আমরা এখনও রোজার ঈদের সিনেমার মুডেই আছি। সামনে সিনমা কখন কার সঙ্গে আসবে, আমার মনে হয় সেটা টিম থেকে বা প্রোডাকশন হাউস থেকে বলে দেবে।

এদিকে, বুবলী এই গুঞ্জনকে যেমন উড়িয়ে দেননি আবার সরাসরি হ্যাঁ-ও বলেননি। অতএব গুঞ্জনের সত্য জানতে আরও অপেক্ষা করতে হবে বুবলী ও নিশো ভক্তদের।

আরটিভি/এএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |