ঢাকাশনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

ধর্মের টানে অভিনয়কে বিদায় জানালেন পাকিস্তানের অভিনেত্রী  

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২২ ফেব্রুয়ারি ২০২৩ , ১২:২২ পিএম


loading/img

ধর্মের টানে শোবিজ অঙ্গন থেকে বিদায় নিয়েছেন অনেক তারকাই। অভিনয় থেকে নিজেকে গুটিয়ে ধর্মে মনোনিবেশ করেছেন তারা। এবার ধর্মের টানে অভিনয়কে বিদায় জানিয়েছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী আনুম ফায়াজ।      

বিজ্ঞাপন

এখন থেকে আর কোনো সিনেমা-নাটকে অভিনয় করবেন না বলে জানিয়েছেন এই অভিনেত্রী। বেশ কয়েকটি নাটকে অভিনয় করে ইতোমধ্যেই দর্শক জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। 

এ প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে শোবিজ অঙ্গন পরিত্যাগের ঘোষণা দিয়েছেন এই অভিনেত্রী।  

বিজ্ঞাপন

আনুম ফায়াজ লিখেছেন, এই বার্তাটি লেখা খুবই কঠিন আমার জন্য। দীর্ঘদিন আমার মিডিয়া ক্যারিয়ারের প্রতি সমর্থন দিয়ে এসেছেন আপনারা। কিন্তু এখন থেকে অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। 

তিনি আরও বলেন, ইসলাম ধর্মের বিধিবিধান অনুযায়ী জীবন পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেছি। তাই অভিনয় জগতকে বিদায় জানাচ্ছি। আশা করি, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার এই সিদ্ধান্তকে সমর্থন ও সম্মান করবেন।      

বিজ্ঞাপন

অনেক দিন ধরেই অভিনয়ে দেখা যাচ্ছিল না ফায়াজকে। তবে বর্তমানে প্রায়ই ইনস্টাগ্রামে অভিনেত্রীর বিভিন্ন পোস্টে তাকে হিজাব-বোরকা পরিহিত অবস্থায় দেখা যায়। 

প্রসঙ্গত, ২০১৬ সালে আসাদ আনোয়ারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন আনুম ফায়াজ। তাদের সংসারে একটি পুত্রসন্তান আছে।  

খবর : জিও নিউজ      

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |