ঢাকাশুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

‘বুকের মধ্যে আগুন’ প্রচার বন্ধে হাইকোর্টের রুল 

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৪ এপ্রিল ২০২৩ , ০৬:১৩ পিএম


loading/img

ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের ‘বুকের মধ্যে আগুন’ ওয়েব সিরিজটি নিয়ে আপত্তি তোলেন প্রয়াত তারকা সালমান শাহ’র পরিবার।

বিজ্ঞাপন

সিরিজটির নির্মাতা তানিম রহমান অংশুকে আইনি নোটিশও পাঠানো হয়েছে। নায়কের পরিবারের আপত্তি থাকা সত্ত্বেও ২ মার্চ মুক্তি সিরিজটি মুক্তি দিয়েছে হইচই। এবার ওয়েব সিরিজটির প্রচার বন্ধে কেন পদক্ষেপ নেওয়া হবে না, এই মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (৪ এপ্রিল) বিচারপতি খসরুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ ৪ সপ্তাহের এই রুল জারি করেন। অভিনেতার মা নীলা চৌধুরীর দায়ের করা রিটের শুনানি নিয়ে এই নির্দেশ দিয়েছেন আদালত।   

বিজ্ঞাপন

এদিন আদালতে রিটের পক্ষে শুনানি করে আইনজীবী চৌধুরী মোর্শেদ কামাল টিপু বলেন, ‘বুকের মধ্যে আগুন’ ওয়েব সিরিজে সালমান শাহ ও তার মা নীলা চৌধুরীর জীবনী নিয়ে মিথ্যা ও মনগড়া তথ্য অসম্মানজনকভাবে পর্দায় উপস্থাপন করা হয়েছে। 

এর আগে ওয়েব সিরিজটি প্রচার বন্ধের হাইকোর্টে একটি রিট করেন নীলা চৌধুরী। গেল ৫ ফেব্রুয়ারি হইচইকে একটি লিগ্যাল নোটিশও পাঠান সালমানের মামা আলমগীর কুমকুম। 

এ প্রসঙ্গে নীলা চৌধুরী বলেছিলেন, সালমান খুন হয়েছে, খুনের মামলা নিয়ে তামাশা করা যায় না। সিরিজে হত্যারহস্য না বলে মৃত্যুরহস্য বলা হচ্ছে। এতে আমাদের পারিবারিক সম্মান ক্ষুণ্ন হচ্ছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেছিলেন, ছেলে হত্যার বিচারের দাবিতে ২৭ বছর ধরে মামলা টানছি। কারও সিরিজের চিত্রনাট্য হওয়ার জন্য মামলা টানছি না। 

বিজ্ঞাপন

প্রসঙ্গত, বাংলা চলচ্চিত্রের নক্ষত্র সালমান শাহ্‌’র মৃত্যুর রহস্য আজও ধোঁয়াশাই রয়ে গেছে। যদিও অভিনেতার মৃত্যুকে আইনের সংস্থাগুলো বলছে আত্মহত্যা। তবে অভিনেতার ভক্ত ও তার পরিবারের সদস্যরা সেটি মেনে নিতে পারেননি। তাদের দাবি— আত্মহত্যা নয়, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তাকে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |