ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আর বিশেষ দিন মানেই আরটিভি। ঈদকে কেন্দ্র করে জনপ্রিয় এই বেসরকারি চ্যানেলটিতে বরাবরই বর্ণাঢ্য আয়োজন থাকে। প্রতি বছরের মতো এবারও দর্শকের জন্য বিনোদনের নানা আয়োজন করেছে আরটিভি। এই ঈদে ৮ দিনব্যাপী দর্শকরা নাটক, সিনেমাসহ নানা রকম অনুষ্ঠান উপভোগ করতে পারবেন চ্যানেলটিতে।
সোমবার, ২৪ এপ্রিল ২০২৩, ১১ বৈশাখ, ১৪৩০। একনজরে জেনে নিন আরটিভিতে ঈদের প্রথম দিনের আয়োজন।
১০টা ১০ মিনিটে বাংলা ছায়াছবি ‘সাহেব নামে গোলাম’। অভিনয়ে শাকিব খান, মৌসুমী, সাহারা, মিশা প্রমুখ।
২টা ১০ মিনিটে ওয়ার্ল্ড প্রিমিয়ার ওয়েব ফিল্ম ‘এখানে নোঙর’। রচনা রাজিবুল ইসলাম রাজিব ও পরিচালক মেহেদী রনি। অভিনয়ে আদর আজাদ, স্পর্শিয়া, শহিদুজ্জামান সেলিম, ইন্তেখাব দিনার, মামুনুর রশীদ, শতাব্দী ওয়াদুদ প্রমুখ।
বিকাল ৫টায় বিশেষ নৃত্যানুষ্ঠান ‘রাজকুমারী’। শিল্পী আখিঁ আলমগীর, আরিয়ানা জামান, মিনহাজ, রাসেল রানা, অনামিকা ঐশি, প্রযোজক: উজ্জল রহমান।
বিকাল ৬ টায় টক শো ‘ঈদ কার্ণিভাল’, প্রযোজক দিপু হাজরা।
সন্ধ্যা ৭টায় ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘দমকা হাওয়া’। রচনা রাজিবুল ইসলাম রাজিব ও পরিচালনা সকাল আহমেদ। অভিনয়ে তানিয়া বৃষ্টি, ইয়াশ রোহান, তালহা খান, মাসুম বাশার, রকি খান, মিলি বাশারসহ আরও অনেকে।
রাত ৭টা ৩০ মিনিটে ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘তিন টেক্কা’। রচনা ও পরিচালক আদিবাসী মিজান। অভিনয়ে ড. এজাজুল ইসলাম, স্বাধীন খসরু, ফারুক আহামেদ, নাদিয়াসহ আরও অনেকে।
৮টা ১০ মিনিটে একক নাটক ‘এই পিরিতি সেই পিরিতি নয়’। রচনা জুয়েল এলিন ও পরিচালনা গোলাম সোহরাব দোদুল। অভিনয়ে মোশাররফ করিম, জান্নাতুল সুমাইয়া হিমি প্রমুখ।
৯ টা ১৫ মিনিটে ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘হানিমুন হট্টোগোল’। রচনা সেজান নূর ও পরিচালনা সহিদ উন নবী। অভিনয়ে শামীম হাসান সরকার, অহনা রহমান, আব্দুল্লাহ রানা, ফারুক আহামেদসহ আরও অনেকে।
৯ টা ৪০মিনিটে একক নাটক ‘বউ আমাকে সন্দেহ করে’, রচনা ও পরিচালনা সহিদ উন নবী। অভিনয়ে শামীম হাসান সরকার, অহনা রহমান প্রমুখ।
১১ টায় একক নাটক ‘৫২/ঘ’। রচনা শাহ্জাহান সৌরভ ও পরিচালনা সহিদ উন নবী। অভিনয়ে অপূর্ব, জান্নাতুল হিমি প্রমুখ।
১১ টা ৫৫ মিনিটে ‘লাইভ স্টুডিও কনসার্ট’।
১২ টায় ‘নিউজ টপটেন’।