ঢাকাThursday, 29 May 2025, 15 Jyoishţho 1432

বাংলাদেশের সিনেমায় অভিনয় করতে চান রমজান মিয়া

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২১ জুলাই ২০২৩ , ০২:২৮ পিএম


loading/img
রমজান মিয়া

হলিউডের বহুল কাঙ্ক্ষিত সিনেমা ‘বার্বি’। শুক্রবার (২১ জুলাই) সারা বিশ্বে মুক্তির পাশাপাশি বাংলাদেশের পর্দায়ও দেখা যাবে সিনেমাটি। এতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্যের মডেল ও অভিনেতা রমজান মিয়া।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২০ জুলাই) সন্ধ্যায় ঢাকার স্টার সিনেপ্লেক্সের এস কে এস টাওয়ার শাখায় অনুষ্ঠিত হয় সিনেমাটির প্রিমিয়ার শো। এতে উপস্থিত হন বাংলাদেশি বংশোদ্ভূত এই অভিনেতা। এদিন সিনেমার প্রদর্শনীর আগে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে বাংলাদেশের চলচ্চিত্রে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।   

বাংলাদেশের সিনেমা দেখেন কি না এমন প্রশ্নের জবাবে রমজান জানান, খুব একটা দেশের সিনেমা দেখেননি। বাংলাদেশের সিনেমায় কাজ করার কোনো ইচ্ছা আছে কি না জানতে চাইলে রমজান বলেন, এখানে এসে বাংলাদেশের কয়েকজন শিল্পীর সঙ্গে পরিচয় হয়েছে। সুযোগ পেলে অবশ্যই করব।

বিজ্ঞাপন

নিজের পিতৃভূমিতে আসতে পেরে আনন্দিত জানিয়ে অভিনেতা বলেন, এটা আমার কাছে বিশেষ একটি মুহূর্ত। এখানে আসার সুযোগ পেয়ে আমি আনন্দিত। 

এদিন ‘বার্বি’র প্রিমিয়ার উপলক্ষে সিনেমার থিমের সঙ্গে মিল রেখে গোলাপি রঙে সাজানো হয় স্টার সিনেপ্লেক্স। শুধু তাই নয়, আমন্ত্রিত অতিথিদের অনেকে গোলাপি রঙের পোশাক পরে আসেন। প্রিমিয়ার শোতে উপস্থিত ছিলেন অভিনেত্রী সাফা কবির, আশনা হাবিব ভাবনা, নির্মাতা নুহাশ হুমায়ূনসহ আরও অনেকে। 

ওয়ার্নার ব্রাদার্সের ‘বার্বি’ সিনেমাটি নির্মাণ করেছেন গ্রেটা গেরউইগ। সিনেমার মূল দুই চরিত্রের মধ্যে ‘বার্বি’র ভূমিকায় দেখা যাবে মার্গট রবি ও ‘কেইন’ চরিত্রে রায়ান গসলিংকে। সিনেমায় ‘দক্ষিণ এশিয়ান কেইন’ চরিত্রে অভিনয় করেছেন রমজান মিয়া।

বিজ্ঞাপন
Advertisement

প্রসঙ্গত,  রমজানের মা-বাবা বাংলাদেশি। কিন্তু তার জন্ম যুক্তরাজ্যে। সংগীত ও নৃত্যে পড়াশোনা শেষ করে মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেন রমজান। পরে অভিনয়ে নাম লেখান এই অভিনেতা।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |