ঢাকাশুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

শিগগিরই মা হতে চান কিয়ারা আদভানি!

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ৩০ জুলাই ২০২৩ , ০১:৩৮ পিএম


loading/img

চলতি বছরের ফেব্রুয়ারিতে বিয়ের পিঁড়িতে বসেন বলিউডের হালের সেনসেশন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। দীর্ঘদিনের প্রেমের পর দাম্পত্য জীবনে বেশ সুখেই আছেন এই দম্পতি। তবে শোনা যাচ্ছে, এবার মা হতে চান কিয়ারা আদভানি।

বিজ্ঞাপন

সূত্রের খবর হতে জানা যায়, বিয়ের পাঁচ মাস কেটে যাওয়ার পরই মা হতে চাচ্ছেন কিয়ারা। কয়েক দিন আগেই গুঞ্জন উঠেছিল, কিয়ারা নাকি অন্তঃসত্ত্বা!

তবে সে গুজনে নিজেই ইতি টেনেছেন এই অভিনেত্রী। আর এর মাঝেই হঠাৎ করে ভাইরাল হলো কিয়ারার এক পুরনো সাক্ষাৎকার। যেখানে কিয়ারা জানিয়েছিলেন ঠিক কী কারণে মা হতে চান তিনি।

বিজ্ঞাপন

ভাইরাল হওয়া ওই সাক্ষাৎকারে কিয়ারা বলেন, আমি খেতে খুব ভালোবাসি। কিন্তু অভিনয়ের জন্য অনেক বিধি-নিষেধ মানতে হয়। একমাত্র অন্তঃসত্ত্বা হলেই অনেক রকম খাবার খেতে পারব। তাই দ্রুত মা হতে চাই।

‘শেরশাহ’ সিনেমায় সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে জুটি বেঁধেছিলেন কিয়ারা। দুজনের অনস্ক্রিন প্রেমের জল গড়ায় অফস্ক্রিনে। বলিউডের হ্যান্ডসাম হিরোকে মন দিয়ে বসেন এই অভিনেত্রী। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সাত পাকে বাঁধা পড়েন দুজন।

বিয়ের পর অবশ্য নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে পড়েন কিয়ারা-সিদ্ধার্থ। সম্প্রতি অভিনেত্রী দেখা গেছে কার্তিক আরিয়ানের সঙ্গে ‘সত্যপ্রেম কি কথা’ সিনেমায়। এই মুহূর্তে কিয়ারার হাতে রয়েছে বেশ কয়েকটি প্রজেক্ট। অন্যদিকে, সিদ্ধার্থ মালহোত্রাকে দেখা যাবে রোহিত শেঠির কপ ইউনিভার্সে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |