ঢাকা

শাকিব-জয়ের ভাইরাল ছবি নিয়ে যা বললেন অপু (ভিডিও)

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৩ আগস্ট ২০২৩ , ০১:০৩ পিএম


loading/img

দীর্ঘদিন ঢাকাই চলচ্চিত্রের প্রাক্তন তারকাদম্পতি শাকিব-অপুর মাঝে দূরত্ব থাকলেও, বর্তমানে সেটা অনেকটাই কমে গেছে। এখন অপু এবং ছেলে জয়ের সঙ্গে মাঝে মধ্যেই সময় কাটান শাকিব। কয়েক দিন আগেই ছেলেকে নিয়ে আমেরিকা থেকে ঘুরে এসেছেন এই নায়িকা। সেখানে বাবা-মায়ের সঙ্গে কাটানো সময়টা বেশ উপভোগ করেছেন জয়।

বিজ্ঞাপন

আমেরিকায় বাবা শাকিবের সঙ্গে জয়ের একটি ছবি নেটমাধ্যমে ভাইরাল হয়। ছবিটি দেখার পরেই রীতিমতো শোরগোল পড়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে। 

সম্প্রতি আমেরিকায় শাকিবের সঙ্গে কেমন সময় কাটিয়েছেন জয় এবং তিনি, সে ব্যাপারে আরটিভি নিউজের সঙ্গে কথা বলেন অপু বিশ্বাস। এ সময় ভাইরাল সেই ছবিটির রহস্যও খোলাসা করেন এই চিত্রনায়িকা।      

অপু বিশ্বাস বলেন, ছবিটি আমিই তুলেছেন। খানিকটা আক্ষেপের সুরেই নায়িকা জানান, জয় একটা রেস্টুরেন্টে খাবার খাচ্ছিলো। হঠাৎ তার মনে হয়েছে সে টায়ার্ড হয়ে গেছে, ঘুমাবে।   

শাকিব-জয়ের ভাইরাল ছবি নিয়ে যা বললেন অপু

এ কারণে বেঞ্চে শুয়ে পড়ে। তখন সে তার বাবাকে ডেকে বলে বাবা তোমাকে এখানেই (বেঞ্চের সামনে মাটিতে) বসতে হবে। জয় তার বাবাকে বেঞ্চেই বসাতো। কিন্তু সে বেশ লম্বা হয়ে গেছে,  শোয়ার পর জায়গা ছিলো না। তাই তার বাবাকে ওখানে বসতে হয়েছিলো। 

চিত্রনায়িকা আরও বলেন, সেটা দেখে আমার মনে হয়েছিলো, বাহ দারুণ তো মুহূর্তটা। এজন্যই ছবিটা তুলেছিলাম। কিন্তু অনেকেই বলেছে, আমেরিকায় নাকি সে (শাকিব) হোমলেস থাকে, এটা তার প্রতিচ্ছবি! 

কিন্তু সবার উদ্দেশে আমি এটুকুই বলতে চাই, বাবা তো বাবাই। বাবার অন্তরে সন্তানের ভালোবাসা থাকেই। এটাকে ভিন্নভাবে প্রচার করার কিছু নেই।

প্রসঙ্গত, শাকিবের সঙ্গে দাম্পত্য কলহের জেরে সন্তানকে নিয়ে আলাদাই থাকেন অপু বিশ্বাস। তবে অনেকদিন ধরে ঢালিউডে গুঞ্জন উড়ছে আবারও এক হতে পারেন তারা। আমেরিকায় ছেলে জয়কে নিয়ে শাকিবের সঙ্গে সময় কাটানোর পর যেন সেই গুজন আরও জোরালো হয়।  
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |