ছেলে জয়কে নিয়ে সিদ্ধান্ত পরিবর্তন করলেন অপু বিশ্বাস
শাকিব-অপু দম্পতির একমাত্র সন্তান আব্রাম খান জয়। গেল বছর এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস জানিয়ে ছিলেন, খুব শিগগিরই ছেলে জয়কে পড়াশোনার জন্য বিদেশে পাঠাবেন তিনি।
ছেলে জয়কে পড়াশোনার জন্য বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নেয়ার কারণ হিসেবে অপু বিশ্বাস পরোক্ষভাবে ইঙ্গিত দিয়েছিলেন বুবলীর সঙ্গে তার কাদা ছোড়াছুড়ি, শাকিব খানের বিয়ে-বিচ্ছেদ নিয়ে বিভিন্ন সময় নেতিবাচক খবরকেই।
তিনি জানিয়ে ছিলেন, এখানে কিছু নোংরা জিনিস দ্রুত ছড়িয়ে পাড়ছে। যা ওদের জীবনে প্রভাব পড়তে পারে। ফলে বাচ্চারা মানসিকভাবে হালকা হয়ে যায়। তাই আমার কাছে মনে হয় খুব তাড়াতাড়ি জয়ের দেশের বাইরে যাওয়া উচিৎ। যখন চিন্তা করেছি জয়কে বিদেশে পাঠাব তখন খুব বেশি খারাপ লাগেনি। কিন্তু যতো দিন যাচ্ছে ততই খারাপ লাগছে। তবে খারাপ লাগলেও কিছু করার নেই। সন্তানের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব তো বাবা-মায়েরই।
সিদ্ধান্ত চূড়ান্ত হলেও নতুন বছরের শুরুতেই অপু জানালেন, জয়কে বিদেশে পাঠানো নিয়ে তার চিন্তাভাবনায় পরিবর্তন এসেছে। এর কারণটা নাকি বাবা-ছেলের মধুর সম্পর্ক।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস বলেন, জয়কে বিদেশ পাঠানোর সিদ্ধান্তটা আমার ও তার বাবার দুজনের পক্ষ থেকেই ছিল। কিন্তু জয় ওর বাবাকে ছাড়া থাকতে পারবে না। ফলে এই সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে।’
বাবাকে ছাড়া থাকতে না পারার কারণ ব্যাখ্যা করে এই নায়িকা বলেন, আসলে জয় ওর বাবাকে প্রচণ্ড ভালোবাসে, ওর বাবাও ওকে প্রচণ্ড ভালোবাসে। জয় জানিয়েছে বাবাকে ছেড়ে বিদেশে গিয়ে তার পক্ষে থাকা সম্ভব না। তাই ওর বাবাও সেটা মেনে নিয়েছে, বলা যায় খুশিই হয়েছে। কেননা দুজন দুজনকে ছাড়াই থাকতে পারে না।
প্রসঙ্গত, ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতায় জন্ম নেন শাকিব-অপুর পুত্র। বিষয়টি প্রথমে গোপন থাকলেও পরের বছরই ছেলেকে নিয়ে টিভি চ্যানেলে হাজির হন অপু। জানান শাকিব খানের সঙ্গে তার বিয়ে ও সংসারের কথা।
মন্তব্য করুন