ঢাকাশনিবার, ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১

কারওয়ান বাজারে রেস্টুরেন্টে অগ্নিকাণ্ড, ম্যানেজার গ্রেপ্তার

আরটিভি নিউজ

বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫ , ১২:৫৯ এএম


loading/img
ছবি: সংগৃহীত

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় পেয়ালা ক্যাফে রেস্টুরেন্টে পরিকল্পিতভাবে অগ্নিকাণ্ড দেওয়ার অভিযোগে রেস্টুরেন্টটির ম্যানেজার মো. মেহেদী হাসান রিমনকে (৩১) গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, রাতে কারওয়ান বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

এর আগে, নোয়াখালীর মাইজদীতে কাচ্চি ডাইন রেস্টুরেন্টে কর্মরত অবস্থায় রেস্টুরেন্টের ১০ লাখ ৮০ হাজার টাকা চুরি করে পালিয়েছিল অভিযোগে নোয়াখালীর সুধারাম মডেল থানায় মেহেদীর বিরুদ্ধে একটি চুরির মামলা রয়েছে।

বিজ্ঞাপন

মুহাম্মদ তালেবুর রহমান জানান, গত ১৫ ফেব্রুয়ারি রাতে কারওয়ান বাজার এলাকায় জাহাঙ্গীর টাওয়ারের নিচতলায় পেয়ালা ক্যাফে নামক একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরবর্তী সময়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

এ অগ্নিকাণ্ডে রেস্টুরেন্টের ভেতরে থাকা ক্যাশ কাউন্টার, কম্পিউটারসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। এছাড়া রেস্টুরেন্টের ক্যাশবক্সে থাকা ৮৫ হাজার টাকা উধাও হয়ে যায়। পরে প্রতিষ্ঠানটির কর্মকতা মো. মঞ্জুরুল আলম খানের (৫২) অভিযোগের ভিত্তিতে তেজগাঁও থানায় রেস্টুরেন্টের ম্যানেজার মেহেদী হাসান রিমনের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রুজু করা হয়।

তিনি আরও জানান, মামলার তদন্তকালে পেয়ালা ক্যাফের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ এবং অন্যান্য তথ্য ও সাক্ষ্যের ভিত্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার মেহেদীর জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়।

বিজ্ঞাপন

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার জানান, মেহেদী অনলাইন জুয়ায় আসক্ত ছিল এবং জুয়া খেলায় তার অনেক টাকা লোকসান হয়। উক্ত টাকা জোগাড় করার উদ্দেশে সে প্রথমে রেস্টুরেন্টটির ক্যাশবক্সে থাকা ৮৫ হাজার টাকা চুরি করে। এরপর চুরির ঘটনা আড়াল করার উদ্দেশে পরিকল্পিতভাবে পেয়ালা ক্যাফে রেস্টুরেন্টে আগুন লাগায়। 

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |