হালের জনপ্রিয় নায়িকা পূজা চেরির জন্মদিন রোববার (২০ আগস্ট)। ২০০২ সালের আজকের দিনেই পৃথিবীর আলো দেখেছেন তিনি। জীবনের ২২ বসন্ত পেরিয়ে ২৩-এ পা রাখলেন লাস্যময়ী এই নায়িকা।
এ দিন নিজের ভেরিফায়েদ ফেসবুকে একটি ছবি ও রিল পোস্ট করে নিজেকেই জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন পূজা। ক্যাপশনে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নায়িকা লিখেছেন, আজকে আরেকটি বছর বাঁচার সুযোগ দিয়েছেন ঈশ্বর-আমি কৃতজ্ঞ।
ওই ছবিতে দেখা যায়, পূজার পরনে রয়েছে একটি কালো রঙের সিল্কের শাড়ি। কানে পড়েছেন ঝুল কানের দুল এবং হালকা মেকাপে বেশ লাস্যময়ী রুপে ক্যামেরায় পোজ দিয়েছেন এই নায়িকা।
মডেলিং ও শিশুশিল্পী হিসেবে কর্মজীবন শুরু হয় পূজার। শিশুশিল্পী হিসেবে ক্লাস ফোরে থাকতেই ছোটদের একটি ফ্যাশন শো-এ পূজাকে দেখে পছন্দ হয়ে যায় নির্মাতাদের। এরপরেই শোবিজে পথ চলা শুরু অভিনেত্রীর। মাত্র আট বছর বয়সে ২০১২ সালে শিশুশিল্পী হিসেবে ‘ভালোবাসার রং’ সিনেমায় প্রথম অভিনয় করেন তিনি।
এরপর শিশুশিল্পী হিসেবে আরও কয়েকটি চলচ্চিত্রে অভিনয়ের পর নায়িকা হিসেবে ২০১৮ সালে ‘নূর জাহান’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে পূজার। একই বছর ব্যবসাসফল সিনেমা পোড়ামন টু ও দহন চলচ্চিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি।
২০০২ সালের ২০ আগস্ট খুলনার গাজিরহাটে জন্মগ্রহণ করেন পূজা। তার অভিনীত উল্লেখযোগ্য কয়েকটি সিনেমা হলো- ‘গলুই’, ‘শান’, ‘হৃদিতা’, ‘জ্বীন’, ‘মাসুদ রানা’, ‘নাকফুল’।
অভিনয়ে নিজের দক্ষতা প্রমাণ করে শুধু প্রশংসাই পাননি পূজা চেরি, পাশাপাশিশ্রেষ্ঠ অভিনেত্রী বিসিআরএ অ্যাওয়ার্ডস, ভারত বাংলাদেশ চলচ্চিত্র পুরস্কার এবং তিনবার মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেছেন তিনি।