ঢাকা

তবে কি শ্বশুর-শাশুড়ির সঙ্গে বনিবনা নেই নুসরাতের?

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ০১ অক্টোবর ২০২৩ , ১২:০৬ পিএম


loading/img

পশ্চিমবঙ্গের আলোচিত অভিনেত্রী ও তৃণমূলের সংসদ সদস্য নুসরাত জাহান। অভিনয়ের চেয়ে ব্যক্তিগত জীবন আর নানান কর্মকাণ্ডেই বেশি আলোচনায় থাকেন এই নায়িকা। দীর্ঘ নাটকীয়তার পর কলকাতার অভিনেতা যশ দাশগুপ্তকে বিয়ে করেন নুসরাত। 

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব তিনি। প্রায়ই সময়ই নিজের সমসাময়িক সব খবর, সুন্দর মুহূর্তের ছবি কিংবা অনুভূতি ভক্তদের সঙ্গে শেয়ার করেন এই নায়িকা। কিন্তু শ্বশুর-শাশুড়ির সঙ্গে তোলা কোনো ছবি সোশ্যাল মিডিয়ায় এখনও প্রকাশ্যে আনেননি নুসরাত।  

বিষয়টি নিয়ে নেটিজেনদের নানান প্রশ্নের মুখে পড়েছেন তিনি। অনেকের ধারণা, শ্বশুর-শাশুড়ির সঙ্গে তার সম্পর্ক ভালো না! হয়তো তাদের সঙ্গে বনিবনা হয় না নুসরাতের। সম্প্রতি বিষয়টি নিয়ে মুখ খুলেছেন এই অভিনেত্রী।  

বিজ্ঞাপন

ইনস্টাগ্রামের একটি পোস্টে নুসরাত বলেন—  আসলে মা-বাবারা ক্যামেরার সামনে আসতে ভীষণ লজ্জা পান।  

২০১৯ সালের ১৯ জুন ভালোবেসে ধর্মীয় রীতি মেনে নিখিল জৈনকে বিয়ে করেন নুসরাত। কিন্তু খুব বেশিদিন টেকেনি তাদের সেই সংসার। এক বছরের মাথায় তাদের দাম্পত‌্য জীবনে শুরু হয় নানান টানাপোড়েন।

দীর্ঘদিন আলাদা থাকার পর নুসরাত জানান, নিখিলের সঙ্গে লিভ-ইন করেছেন, তাদের কখনও রেজিস্ট্রি বিয়েই হয়নি।   

বিজ্ঞাপন

পরবর্তীতে যশের সঙ্গে ঘর বাঁধেন নুসরাত। এ নিয়েও ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন এই তারকা দম্পতি। এ সংসার তাদের একটি পুত্রসন্তানও রয়েছে। বাবার সঙ্গে মিলিয়ে ছেলের নাম রেখেছেন ঈশান জে দাশগুপ্ত। বর্তমানে স্বামী-সন্তান নিয়ে বেশ সুখেই দিন পার করছেন নুসরাত।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |