• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

আমার দুই ছেলে একে অপরকে আগলে রাখে: নুসরাত

বিনোদন ডেস্ক, আরটিভি

  ২১ অক্টোবর ২০২৪, ১৩:০১
নুসরাত জাহান

অভিনেতা স্বামী যশ এবং ছেলেকে নিয়ে বেশ সুখেই সংসার করছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী নুসরাত জাহান। ২০২১ সালের আগস্টে তার কোলজুড়ে আসে ছেলে ইশান। এরপর থেকেই ছেলেকে অনেক যত্নে মানুষ করছেন যশ-নুসরাত।

ভক্তরা এতদিন জানতেন এই তারকা দম্পতির একটাই ছেলে। কিন্তু হঠাৎ নুসরাত জানালেন, তাদের দুই ছেলে। এমন খবর প্রকাশ্যে আসার পর থেকেই যশ-নুসরাতের আরেক ছেলেকে দেখতে উদগ্রীব তাদের ভক্তরা।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে নুসরাত বলেন, দেখতে দেখতে সাড়ে তিন বছর বয়স হয়ে গেছে ইশানের। খুব তাড়াতাড়ি বড় হয়ে গেল। স্কুলে যখন যাচ্ছে ইশান, ও তো বুঝতে পারছে না ঠিক কী হতে চলেছে। আমার তো খুব টেনশনে থাকতাম। সবাই আমাকে বোঝাতে থাকে এটা খুব সাধারণ একটা বিষয়। বাচ্চারা স্কুল যাওয়ার সময় কাঁদবেই। আমার কিছুতেই মন মানছে না। স্কুলের বাইরে সাত দিন টানা বসে থাকতাম। শুনতে পাচ্ছি তো ভেতরে কাঁদছে। যখন দেখলাম আর কাঁদছে না তখন থেকে আর বসতাম না।

এ সময় অভিনেত্রী আরও বলেন, আমি শুধুই ইশানের মা নই। আমার জীবনে আরও এক সন্তান রয়েছে। যশের প্রথম ছেলে রিয়াংশ। আমরা মানুষ হিসেবে অনেক কিছু জটিল করে থাকি, একটু মানবিকতা দিয়ে ভাবলে এমনটা কখনওই হয় না। আমাদের পরিবারে আলাদা করে দুই ছেলেকে কখনওই ভাবা হয় না। যশের দুই ছেলে ওর জীবন। কোনো তফাৎ নেই। এ ছাড়া আমাদের বাড়িতে কিন্তু দুটো পোষ্যও রয়েছে। ওরাও আমাদের সন্তান।

তিনি বলেন, আমি ওদের আদরের জায়গা আর যশ ওদের নিরাপত্তা। সবাই কিন্তু বাবাকেই ভয় পায়। আর আমি বন্ধু। মজার বিষয় হলো, রিয়াংশ সবসময় ইশানকে অত্যন্ত আগলে রাখে। ওদের রক্তের টান। যেটা ভুলে যাওয়া সম্ভব নয়। আমি বা যশ যখন সবকিছু থেকে একটু ব্রেক নিতে বাইরে যাই, দুজন বাচ্চা একে অপরকে আগলে রাখে।

যশের প্রশংসা করে নুসরাত বলেন, আমি কোনোদিন বলতে পারব না যে মায়ের কাজ সবচেয়ে ওপরে। আদর-যত্ন, লালন-পালন সবটা মা করেন সেটা যেমন ঠিক। তেমনই জীবনের অনেক পাঠ শিখিয়ে দেন বাবা। ইশান পড়ে গেলে আমি দৌড়ে গিয়ে তুললেও যশ ওকে শেখায় কীভাবে নিজে থেকে উঠে দাঁড়াতে হয়। একজন মা এবং বাবার আলাদা ভূমিকা থাকে জীবনে, যেটা শিক্ষণীয়।

আরটিভি/এইচএসকে/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাঘারপাড়ায় আ.লীগের ৩০৮ নেতাকর্মীর নামে মামলা
বলিউডে পা রাখছেন গোবিন্দপুত্র
যশোরের মাদরাসার ভাইরাল ভিডিওটি নিয়ে যা জানা গেল
শার্শা সীমান্ত থেকে পৃথক দুটি মরদেহ উদ্ধার