ঢাকাশুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

মাইনাস ১ ডিগ্রি তাপমাত্রায় সুস্মিতার কাণ্ড (ভিডিও)

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি ২০২৪ , ০৪:০৩ পিএম


loading/img
সুস্মিতা সেন

কনকনে শীতে কাঁপছে মানুষ। আর এমন শীতের মধ্যেই দুঃসাহসিক কাণ্ড ঘটিয়ে বসলেন বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। নতুন বছর উপলক্ষে ছুটি কাটাতে আজারবাইজানে গিয়েছিলেন এই অভিনেত্রী।  

বিজ্ঞাপন

সেখানে এই কনকনে শীতের মধ্যেই মাইনাস ১ ডিগ্রি তাপমাত্রায় সাঁতার কাটেন সুস্মিতা। নিজের ইনস্টাগ্রামে এমনই এক ভিডিও শেয়ার করেছেন তিনি।      

ক্যাপশনে সুস্মিতা লিখেছেন, তুষারে ঢাকা পাহাড়। মাইনাস ১ ডিগ্রি তাপমাত্রা। একটি গরম আউটডোর পুল। তাই এই জলে ডুব দিতে ইচ্ছা করছে। উফ! দারুণ অভিজ্ঞতা। 

বিজ্ঞাপন

ওই ভিডিওতে দেখা যায়, পাহাড়ের কোল ঘেঁষে গড়ে উঠেছে রিসোর্ট। পাহাড়ের বিভিন্ন অংশে জমে আছে তুষার। এ রিসোর্টের সামনে সুইমিং পুল। সেখান থেকে ভেসে আসছে বাষ্প। আর এই সুইমিং পুলের জলেই সাঁতার কাটছেন সুস্মিতা।

প্রসঙ্গত, নতুন বছর উপলক্ষে ছুটি কাটাতে আজারবাইজান থেকে ভারতে ফিরেছেন সুস্মিতা। তবে নিজের দেশে ফিরলেও তার মন যেন পড়ে আছে সেখানে। আর তাই তো ভিডিওটি শেয়ার করে সেই সুইমিং পুলে ফের সাঁতার কাটার ইচ্ছা প্রকাশ করেছেন এই অভিনেত্রী।  

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

বিজ্ঞাপন

সূত্র : ইন্ডিয়া টুডে 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |