ঢাকারোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

‘২০২৪ সালেই বিয়েটা করে ফেলব’

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ২১ জানুয়ারি ২০২৪ , ১০:৪২ এএম


loading/img
রুদ্রনীল ঘোষ

কলকাতার জনপ্রিয় অভিনেতা রুদ্রনীল ঘোষ। তার সময়ের অনেকেই বিয়ে করে সংসারে মনোনিবেশ করলেও তিনি এখনও সিঙ্গেলই রয়ে গেছেন। এদিকে তার বিয়ের খবর জানতে মুখিয়ে রয়েছেন ভক্তরাও। অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন এই অভিনেতা।   

বিজ্ঞাপন

কবে বসবেন বিয়ের পিঁড়িতে? বহুবার ভক্তদের এমন— প্রশ্নের মুখে মুখে একাধিকবার পড়েছেন রুদ্রনীল। ৫০-এর কোটা পেরিয়ে ৫১-তেও ব্যাচেলরই আছেন তিনি। 

তবে সম্প্রতি পরমব্রতর বিয়েতে গিয়ে বন্ধুকে দেখে নাকি তারও বিয়ের সাধ জেগেছে। আর তাই এবার জানালেন কবে নাগাদ বিয়ে করছেন তিনি।

ভারতীয় এক গণমাধ্যমের সাক্ষাৎকারে জানালেন, ২০২৪ সালেই বিয়েটা করে ফেলবেন রুদ্রনীল।

রুদ্রনীল বলেন, এবার বিয়েটা করেই ফেলব। ২০২৪ সালেই বিয়েটা করব, এ কথা আপনাদের সকলকে জানিয়ে রাখলাম। পরমটাও বিয়ে করে নিলো। আমি,পরম, রাজ, কাঞ্চন একটা টিম ছিলাম। রাজ ও কাঞ্চন তো আগেই বিয়ে করেছে।

বিজ্ঞাপন

আমি আর পরম একটা জুটি ছিলাম। পরমও বিয়েটা করে নিলো, এখন আমি দলছুট। ২০২৪ সালেই বিয়েটা করব। এই কথা আপনাদের সবাইকে জানিয়ে রাখলাম।

তবে কাকে বিয়ে করতে চলেছেন রুদ্রনীল? সেটা জানার জন্য মুখিয়ে রয়েছেন অভিনেতার ভক্তরা।

এ প্রসঙ্গে অভিনেতা জানান, পাত্রী এখনও ঠিক হয়নি।তবে পাত্রীর খোঁজ চলছে। নিজের মনের মতো কাউকে পেলেই বিয়ে করে ফেলব।

সূত্র : নিউজ ১৮

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |