মসজিদে নববিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েলন অভিনেত্রী

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ , ০৯:২৭ পিএম


মসজিদে নববিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েলন অভিনেত্রী

স্বামী-সন্তান নিয়ে মসজিদে নববিতে গিয়ে ইফতার করছেন বলিউড অভিনেত্রী গওহর খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই মুহূর্তের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। যেখানে দেখা গেছে, ইফতার করছেন তিনি। খেজুর ও পানির বোতল এগিয়ে দিচ্ছেন তার স্বামী জায়েদ দরবার। এসময় খেজুর মুখে দিয়ে কেঁদে ফেলেন অভিনেত্রী। 

বিজ্ঞাপন

দ্রুত সময়ের মধ্যে ভিডিওটি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। অনেকেই গওহরের প্রশংসা করেন। আবার অনেকে এসব ‘লোক দেখানো’ বলে মন্তব্য করেন। 

ভিডিওর ক্যাপশনে অভিনেত্রীর স্বামী লেখেন, আপনি কতবার এখানে এসেছেন তা কোনো বিষয় না। কিন্তু যখনই আপনি এখানে পৌঁছাবেন তখনই আবেগপ্রবণ হয়ে পড়বেন। তবে হৃদয়ে ঈমান নিয়ে আসতে হবে। যখন আপনার সন্তান প্রথমবার মসজিদে নববিতে গিয়ে হাত নাড়ে, তখন সেই অনুভূতিকে কীভাবে ব্যাখ্যা করবেন।

বিজ্ঞাপন

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, স্বামী-সন্তানকে নিয়ে গতকাল সৌদি আরবের মদিনায় গিয়েছেন গওহর খান। পুত্রকে নিয়ে এটাই তাদের প্রথম মদিনা সফর।  সেখানে গিয়েই মসজিদে নববিতে ইফতার করেন অভিনেত্রী। 

প্রসঙ্গত , ২০২০ সালে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার জায়েদ দরবারকে বিয়ে করেন গওহর খান। ২০২২ সালের ১০ মে পুত্র সন্তানের মা হন এই অভিনেত্রী।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission