ঢাকাTuesday, 29 July 2025, 14 Shrabon 1432

তামাক খেত থেকে শিশুর মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার (লালমনিরহাট), আরটিভি নিউজ

শনিবার, ৩০ মার্চ ২০২৪ , ০৭:৪৮ পিএম


loading/img
ছবি : আরটিভি

লালমনিরহাটের আদিতমারীতে তামাক খেত থেকে রোমান মিয়া (৬) নামে একটি শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

শনিবার (৩০ মার্চ) বিকেলে উপজেলার ভাদাই ইউনিয়নের খোলাহাটি সেতুবাজার এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রোমান ভাদাই ইউনিয়নের ত্রিমোহনী ভাদাই খোলাহাটি এলাকার আমিনুর হকের ছেলে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেল থেকে শিশু রোমান মিয়াকে খুঁজে না পাওয়ায় এলাকায় মাইকিং ও থানায় জিডি করা হয়। আজ বিকেলে সেতু বাজার এলাকার একটি তামাক খেতে কিছু লোক কাজ করতে গেলে সেখানে অর্ধশরীর পুতে রাখা অবস্থায় একটু শিশুর মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে  আদিতমারী থানা পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের কঠিন শাস্তি দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ-উন-নবী ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |