অবশেষে আলোচনা থামল। জানা গেল, আসন্ন ঈদুল আজহায় মুক্তি পেতে যাওয়া সিনেমা ‘জংলি’-তে নায়িকা হচ্ছেন কে। এম. রাহিম পরিচালিত এই সিনেমায় সিয়ামের বিপরীতে দেখা যাবে বুবলীকে।
বুধবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় বুবলীর অভিনয়ের বিষয়টি সামনে আনে টিম ‘জংলি’। তারা একটি পোস্টার প্রকাশ করে। সেখানে দেখা যায়, সিয়াম চেয়ে আছেন আগ্রাসী চাহনিতে। আর তার ঠিক পেছনেই চশমা পরা ভীত-সন্ত্রস্ত বুবলীর মুখচ্ছবি।
পরে পোস্টারটি নিজের ভেরিফায়েড ফেসবুকে পোস্ট করেন সিয়াম। ক্যাপশনে লেখেন, আমাদের দলে বুবলীকে স্বাগত। ‘জংলি’ আসছে। দেখা হবে কোরবানির ঈদে।
বুবলীও অনুরূপভাবে পোস্টারটি শেয়ার করেন নিজের ফেসবুক অ্যাকাউন্টে। সেখানে তিনি লেখেন, জংলি আসছে। দেখা হবে কোরবানির ঈদে।
বিষয়টি নিয়ে ‘জংলি’ সিনেমার নির্মাতা এম. রাহিম বলেন, জংলি যে ধরনের গল্প, সে অনুযায়ী সিয়ামের বিপরীতে এখানে বুবলীই বেশি মানানসই। তাই তাকেই চুক্তিবদ্ধ করা হয়েছে। ইতোমধ্যে তিনি শুটিংও শুরু করেছেন। আশা করি সবাই মিলে আমরা দারুণ কিছু উপহার দিতে পারব।
এর আগে সিয়ামের বিপরীতে বুবলীকে ওয়েব ফিল্মে দেখা গেলেও এবারই তাদেরকে প্রথমবার দেখা যাবে বড় পর্দায়।