ঢাকাবৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

পোস্টে কাকে খোঁচা দিলেন বুবলী?

আরটিভি নিউজ

শনিবার, ৩১ মে ২০২৫ , ১২:৫০ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

বর্তমান সময়ে ঢাকাই চলচ্চিত্রের আলোচিত দুই নায়িকা হলেন অপু বিশ্বাস ও শবনম বুবলী। এই দুই নায়িকা মাঝে মধ্যে পর্দার বাইরেও আলোচনায় আসেন।  এবার সামাজিক যোগাযোগমাধ্যমে ঠান্ডা লড়াই চলছে এই দুই নায়িকার ভিতর। একে অপরকে নিয়ে ফেসবুকে কৌশলে পোস্ট দিচ্ছেন। আর তা থেকে নেটদুনিয়ায় নানা আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

শুক্রবার (৩০ মে) ফিরোজা রংয়ের শাড়ি পরা নিজের একটি ছবি আপলোড করেন বুবলী। ছবির ক্যাপশনে লেখেন, ‘যখন মানুষ তোমার কাজ নকল করতে শুরু করে, তখনই বুঝে নিও—তারা তোমার প্রতিভায় ঈর্ষান্বিত। তাই উপেক্ষা করো, আর নিজের সময়টা উপভোগ করো।’

ক্যাপশন দেখে নেটিজেনদের বুঝার আর বাকি নেই এটি অপু বিশ্বাসকে উদ্দেশ্য করেই লেখা। কারণ সম্প্রতি দুজনেরই ফেসবুক পোস্ট ঘিরে তৈরি হয় আলোচনা।

বিজ্ঞাপন

দুই দিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে বুবলী তার সন্তান বীর ও মেগাস্টার শাকিব খানের ছবি পোস্ট করে একটি স্ট্যাটাস দেন। এর ঠিক কিছুক্ষণ পরই অপু তার সন্তান জয়ের সঙ্গে শাকিব খানের একটি ছবি পোস্ট করে স্ট্যাটাস দেন। সেসব স্থিরচিত্রের ক্যাপশনে বুবলীকে খোঁচা মেরে অপু বিশ্বাস লিখেছিলেন, ‘বাবা এমন একটি শব্দ, যার সঙ্গে সন্তানের বন্ধন কথায় কথায় প্রমাণ দেওয়ার কিছুই নেই। তাও বাবা–ছেলের প্রতিদিনের এই খুনসুটি আর মমত্ববোধ চলতেই থাকবে আর মুহূর্তগুলো ফ্রেমে আটকে থাকবে।’ সে ঘটনাকেই খোঁচা দিয়ে বুবলীর এমন পোস্ট বলে মন্তব্য করছেন ভক্তরা।

এই দুই নায়িকার এমন ভার্চুয়াল লড়াইয়ে কিছু অনুরাগী যেমন তাদের পক্ষ নিচ্ছেন, তেমনি আবার অনেকেই বিষয়টি  বিব্রতকর ভাবে দেখছেন। তবে অপু বা বুবলী কেউই সরাসরি কাউকে নাম উল্লেখ করে কিছু বলেননি। প্রাক্তন দুই স্ত্রীকে সময় না দিলেও নিজের দুই ছেলেকে নিয়মিত সময় দেন শাকিব খান।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |