আমাকে স্নেহ করা মানুষটি এতো দ্রুত চলে যাবে ভাবিনি: বুবলী

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ , ০৩:০৪ পিএম


আমাকে স্নেহ করা মানুষটি এতো দ্রুত চলে যাবে ভাবিনি: বুবলী
ছবি: সংগৃহীত

অভিনেত্রী গুলশান আরা আহমেদের মৃত্যুর খবর প্রকাশ হওয়ার পর ফেসবুকের পাতা যেন পরিণত হয়েছে এক শোক বইয়ে। দীর্ঘদিনের এ সহকর্মীকে নিয়ে জনপ্রিয় সব তারকারা স্মৃতিচারণা করছেন। দিচ্ছেন ছবিসহ স্ট্যাটাসও। সেই তালিকায় আছেন ঢাকাই সিনেমার নায়িকা শবনম ইয়াসমিন বুবলীও।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, গুলশান আরা আন্টি আর নেই। কত স্মৃতি আন্টি আপনার সঙ্গে। এমনকি সদ্য মুক্তিপ্রাপ্ত ‘জংলি’ সিনেমাতেও আপনি পর্দায় আমার মায়ের ভূমিকায় ছিলেন। 

বুবলী আরও লিখেছেন, কত স্নেহ করতেন আমাকে সবসময়। এতো তাড়াতাড়ি চলে গেলেন আন্টি। যেখানেই থাকুন ভালো থাকুন আন্টি। 

বিজ্ঞাপন

সবশেষে এ চিত্রনায়িকা লিখেছেন, সবাই তার আত্মার মাগফিরাতের জন্য দোয়া করি। আল্লাহ যেন আন্টিকে বেহেশত নসীব করেন।

এর আগে, অভিনেত্রী গুলশান আরা আহমেদ মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল পৌনে সাতটার দিকে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি স্বামী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

প্রসঙ্গত, ২০০২ সালে বাংলাদেশ টেলিভিশনে একজন তালিকাভুক্ত শিল্পী হিসেবে টিভি নাটকে গুলশান আরার অভিষেক ঘটে। তবে তার প্রবল ইচ্ছে ছিল নিজেকে একজন চলচ্চিত্রাভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করার। সেই ইচ্ছে আর ভালোলাগা থেকেই গুলশান আরা প্রথম অভিনয় করেন প্রয়াত এনায়েত করিম পরিচালিত ‘কদম আলী মাস্তান’ চলচ্চিত্রে। পরে তিনি ‘হৃদয়ের কথা’, ‘ডাক্তার বাড়ি’, ‘ভালোবাসা আজকাল’, ‘লাল শাড়ি’সহ আরও বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেন। 

বিজ্ঞাপন

এ ছাড়া কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ কাবিলার (জিয়াউল হক পলাশ) মা ‘পলি চেয়ারম্যান’ চরিত্রে অভিনয় করে বর্তমান প্রজন্মের কাছে আলাদা পরিচিতি পান সদ্য প্রয়াত এই অভিনেত্রী।

Posted by Facebook on Date:

আরটিভি/আইএম/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission