ঢাকাশুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

‘পুষ্পা টু’র টাইটেল ট্র্যাক দিয়ে চমক দেখালেন আল্লু অর্জুন

বিনোদন ডেস্ক, আরটিভি

বৃহস্পতিবার, ০২ মে ২০২৪ , ০৫:০৪ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

‘পুষ্পা! পুষ্পা রাজ ঝুঁকে গা নেহি!’ দুই বছর আগে ‘পুষ্পা’ ছবিতে বুদ ছিল গোটা দেশ। তার এক সংলাপ, ‘পুষ্পা’ স্টাইলের নাচে মত্ত হয়েছিল আট থেকে আশি। ‘পুষ্পা’ দেখার পর থেকেই সিনেপ্রেমীরা অধীর আগ্রহে বসে ছিল কবে আসবে এই ছবির দ্বিতীয় কিস্তি।

বিজ্ঞাপন

টিজার দেখে ধারণা করা গিয়েছিল ‘পুষ্পা টু’ ঝড় তুলবে বক্স অফিসে। এবার প্রথম গান প্রকাশ্যে আসতে যেন সেই ঝড়ের আভাস মিলল আরও স্পষ্টভাবে। গানেই পুষ্পার রাজত্বের গল্প শুনিয়ে দিলেন আল্লু অর্জুন।

জানা গেছে, ‘পুষ্পা’ ছবির দ্বিতীয় ভাগে চিত্রনাট্যে আসবে বড়সড় বদল। এমনকি ক্লাইম্যাক্স নাকি একেবারে চমকে দেবে দর্শকদের।

বিজ্ঞাপন

পরিচালক সুকুমার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘পুষ্পা’ ছবিটি যেভাবে গোটা দেশে দারুণ সাফল্য পায়, সে কথা মাথায় রেখেই এই ছবির দ্বিতীয়ভাগ সাজানো হচ্ছে।

জানা গেছে, ছবিটি মুক্তি পাবে ১৫ আগস্ট। শুধু হিন্দি তামিল, তেলুগু, মালয়ালাম, কন্নড় ভাষাতেই নয়, ‘পুষ্পা টু’ মুক্তি পাবে বাংলা ভাষাতেও।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |