ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি। কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব তিনি। মাঝে মধ্যেই নিজের ছবি, ভিডিও কিংবা অনুভূতি শেয়ার করেন ভক্তদের সঙ্গে। তারই ধারাবাহিকতায় এবার কৃষ্ণচূড়ার সঙ্গে ছবি তুলে ফেসবুকে পোস্ট করলেন এই অভিনেত্রী। নতুন করে এলেন আলোচনায়।
মঙ্গলবার (২৮ মে) নিজের ফেসবুকে বেশ কিছু ছবি পোস্ট করেছেন পরীমণি। আর ক্যাপশনে লিখেছেন, ‘কৃষ্ণচূড়ার আগুনে, লাগে রঙ ফাগুনে এই মনে, এই বনে।’
ছবি পোস্টের পরপরই ভক্ত-অনুরাগীরা সবাই তার রূপের প্রশংসা করছেন।
রুজিনা আক্তার সুমি নামের একজন লিখেছেন, পরী সত্যিকারেই পরী।
এ্যানি খানম লিজা নামের আরেকজন লিখেছেন, কী সুন্দর লাগছে পুরো ডানা কাটা পরী।
খাদেমুল ইসলাম নামের আরেক ভক্ত লিখেছেন, কৃষ্ণচূড়া এবার পরিপূর্ণতা পেলো।
প্রসঙ্গত, পরীমণি বর্তমানে ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’-এর শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। এটি নির্মাণ করছেন ‘দেবী’খ্যাত নির্মাতা অনম বিশ্বাস। যেখানে পরীমণিকে দেখা যাবে সুপ্তি নামের একটি চরিত্রে।