মনোজের যে কাজের জন্য বিরক্ত তার স্ত্রী
বলিউড অভিনেতা মনোজ বাজপেয়ী। প্রায়ই নিজের ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনের অনেক বিষয়ই ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি। ২০০৬ সালে শাবানা রাজাকে বিয়ে করেন এই অভিনেতা। তবে মনোজের একটি কাজে বরাবরই ভীষণ বিরক্ত তার স্ত্রী।
সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে মনোজ বলেন, সবজি বাজারে দর-কষাকষি করার বিষয়টি একেবারেই পছন্দ নয় আমার স্ত্রীর। এখন সবজি বিক্রেতারাও আমাকে বকাঝকা করে। ওরা বলে স্যার এ রকম করবেন না, ভালো লাগছে না। তখন আমি তাদের বলি আমি শুধু প্র্যাকটিস করছি।
আমার এই কাজের জন্য খুব বিব্রত হয় শাবানা। তার মতে একজন অভিনেতার ব্যক্তিত্বের সঙ্গে এই স্বভাব মানানসই নয়। তখন লোকজনের সামনে এমন ব্যবহার করে, যেন আমি কোনো অপরিচিত ব্যক্তি। একেবারেই দর-কষাকষি পছন্দ করে না সে।
জানা গেছে, মনোজের স্ত্রী শাবানাও এক সময় অভিনয় জগতে ছিলেন। তিনিও সাশ্রয়ী। কিন্তু বাজারে জিনিসপত্রের দাম নিয়ে তর্ক-বিতর্ক করা না পছন্দ করেন না তিনি। এমনকি পরিবেশের কথা মাথায় রেখে প্লাস্টিকের ব্যাগের পরিবর্তে কাপড়ের ব্যাগ নিয়ে বাজারে যান শাবানা। ব্যবহৃত জিনিসপত্রের দোকানে প্রায়শই ঢুঁ মারেন তিনি।
তবে তারা অনুভব করেন যে তাদের অনেক পোশাক আছে এবং সেগুলো আর পরবেন না। তখন সেগুলো ভালোভাবে প্যাক করে বিভিন্ন শহরে বন্ধু বা আত্মীয়দের পাঠিয়ে দেয়। এরপর তারা সে সব অসহায় মানুষের মাঝে বিতরণ করে দেয়।
প্রসঙ্গত, পরিচালক গোবিন্দ নিহলানির ‘দ্রোহকাল’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে মনোজের। এরপর শিল্পকলায় তার অবদানের জন্য ২০১৯ সালে ভারত সরকার তাকে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রীতে ভূষিত করে।
সূত্র: আনন্দবাজার
মন্তব্য করুন