ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

দেশের বাইরে নেমেসিসের প্রথম কনসার্ট

বিনোদন ডেস্ক, আরটিভি

শুক্রবার, ৩১ মে ২০২৪ , ০২:৩৭ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

দেশের জনপ্রিয় ব্যান্ড নেমেসিস। প্রথমবারের মতো কনসার্টে অংশ নিতে যাচ্ছে ওশেনিয়া মহাদেশের দেশ অস্ট্রেলিয়ায়। সব ঠিক থাকলে আগামী জুন-জুলাইয়ে দেশটিতে পারফর্ম করবে দলটি। 

বিজ্ঞাপন

ব্যান্ডের অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়েছে, আগামী ২৯ জুন মেলবোর্ন ও ৬ জুলাই সিডনিতে গান শোনাবে নেমেসিস। এ উপলক্ষে ২৭ জুন অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দেবেন ব্যান্ডের সদস্যরা।

ব্যান্ডের এমন ঘোষণায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ায় থাকা প্রবাসী বাংলাদেশিরা। কমেন্টে একজন লিখেছেন, আর অপেক্ষা শেষ হচ্ছে না, ১২ বছর পর প্রিয় ব্যান্ডটির গান সামনে থেকে শুনব। 

বিজ্ঞাপন

আরেকজন লিখেছেন, ইতোমধ্যে সিডনির ৬ জুলাইয়ের শোর টিকিট কিনে ফেলেছি। তোমাদের অপেক্ষায়।

এ বিষয়ে ব্যান্ডের ম্যানেজার রাজু আহমেদ বলেন, দেশের বাইরে এটাই আমাদের প্রথম অফিসিয়াল ট্যুর। গোটা ব্যান্ডই খুব এক্সাইটেড। আপাতত দুটি কনসার্ট কনফার্ম হয়েছে। আরও বেশকিছুর কথা চলছে। সেগুলো নিশ্চিত হওয়া মাত্রই ব্যান্ডের পক্ষ থেকে লোকেশন ও তারিখ জানিয়ে দেওয়া হবে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ২০০৫ সালে নেমেসিসের প্রথম অ্যালবাম ‘অন্বেষণ’ প্রকাশ পায়। এরপর ৬ বছরের বিরতি দিয়ে ২০১১ সালে প্রকাশিত হয় দ্বিতীয় অ্যালবাম ‘তৃতীয় যাত্রা’এবং সবশেষ ২০১৭ সালে প্রকাশ পায় তৃতীয় অ্যালবাম ‘গণজোয়ার’। এবার আসছে তাদের চতুর্থ অ্যালবাম।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |