ঢাকা

‘রিভেঞ্জ’ নিলেন ইকবাল, ‘বিট্রে’ থেকে বাদ বুবলী-রোশান

আরটিভি নিউজ

শনিবার, ২২ জুন ২০২৪ , ০৪:৫৬ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

বর্তমান সময়ের আলোচিত প্রযোজক-নির্মাতা মোহাম্মদ ইকবাল। সম্প্রতি চিত্রনায়ক জিয়াউল রোশান ও চিত্রনায়িকা বুবলীকে নিয়ে ‘রিভেঞ্জ’ ও ‘বিট্রে’ দুটি সিনেমা নির্মাণ করেছেন তিনি। এই জুটির ‘রিভেঞ্জ’ সিনেমাটি এবারের ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। তবে প্রেক্ষাগৃহে দর্শক টানতে ব্যর্থ রোশান-বুবলী। এই নায়ক-নায়িকা নিয়ে নির্মিত পরপর দুটি সিনেমা প্রেক্ষাগৃহে দর্শক টানতে ব্যর্থ হওয়ার কারণে পরিচালক ইকবাল নতুন সিদ্ধান্ত নিয়েছেন বলে আরটিভিকে নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

এদিকে প্রযোজক-নির্মাতা মোহাম্মদ ইকবালের পূর্ব ঘোষিত রোশান-বুবলীকে জুটি করে ‘বিট্রে’ সিনেমাটি না বানানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। নতুন জুটি নিয়ে সিনেমাটি নির্মাণ করবেন বলে জানিয়েছেন আলোচিত এই নির্মাতা। যদিও সিনেমাটির ৪০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। তারপরও এই জুটি নিয়ে সিনেমাটি শেষ না করার সিদ্ধান্তে ইকবাল। এখন নতুন জুটি নিয়ে ভাবছেন তিনি।

এ প্রসঙ্গে ইকবাল বলেন, ‘রিভেঞ্জ’ দারুণ একটি গল্পের সিনেমা। অ্যাকশন থেকে শুরু করে একটি পরিপূর্ণ সিনেমা বলতে যা বোঝায় সবকিছু এতে আছে। রোশান-বুবলীকে জুটি করে চ্যালেঞ্জ নিয়েছিলাম। চেয়েছিলাম দর্শকদের নতুন একটি জুটি উপহার দিতে। কিন্তু দর্শক জুটিটি পছন্দ করেনি। দর্শকদের কথা মাথায় রেখেই প্রতিটি সিনেমার নির্মাতা যত্নের সঙ্গে কাজ সম্পন্ন করেন। কিন্তু সেই দর্শকই যদি রোশান-বুবলীর জুটি পছন্দ না করে, তাহলে সিনেমাটি আমি কাদের জন্য বানাব! পরপর রোশানের দুটি এবং বুবলীর একটি সিনেমা মুক্তি পেয়েছে। কিন্তু তারা দর্শক টানতে পারছে না। তাই সিদ্ধান্ত নিয়েছি পূর্ব ঘোষিত ‘বিট্রে’ তাদের নিয়ে বানাব না। নতুন জুটি নিয়ে শিগগিরই সিনেমাটির কাজ শুরু করবো।

বিজ্ঞাপন

‘রিভেঞ্জ’ সিনেমা দেখে অনেক দর্শক ইতিবাচক প্রতিক্রিয়া জানানোর পাশাপাশি জানিয়েছেন নেতিবাচক প্রতিক্রিয়াও। কেউ কেউ জানিয়েছেন, বুবলীর কারণে ‘রিভেঞ্জ’ দেখতে চান না তারা। যার ফলে বিপাকে পড়েছেন সিনেমাটির প্রযোজক ও পরিচালক ইকবাল। এসব কথা চিন্তা করে এই জুটি নিয়ে আর সিনেমা না বানানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |