ঢাকাবৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

ইউটিউবে ‘ডেড বডি’, নতুন করে প্রেক্ষাগৃহে ‘রিভেঞ্জ’

আরটিভি নিউজ

সোমবার, ৩১ মার্চ ২০২৫ , ১২:১২ পিএম


loading/img
ছবি: কোলাজ

ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর এই ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তুলতে প্রতিবারই প্রেক্ষাগৃহে মুক্তি পায় নতুন নতুন চলচ্চিত্র। প্রেক্ষাগৃহের পাশাপাশি অনলাইন প্লাটফর্ম গুলোতেও থাকে নানা আয়োজন। 

বিজ্ঞাপন

এদিকে এবার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছয় চলচ্চিত্র।ছবিগুলো হলো—‘বরবাদ’, ‘দাগি’, ‘জংলি’, ‘চক্কর ৩০২’ ‘অন্তরাত্মা’ ও ‘জিন ৩’। নতুন ছবি মুক্তির পাশাপাশি দেশের প্রেক্ষাগৃহে চলছে ঢালিউডের আলোচিত প্রযোজক ও নির্মাতা মোহাম্মদ ইকবালের ‘রিভেঞ্জ’ ছবিটি। গেল ঈদে মুক্তি পেয়েছিল রোশান-বুবলী অভিনীত এই চলচ্চিত্রটি। 

পরিচালক ইকবাল বলেন, আসলে এটা বেশ ভালো লাগার বিষয় যে ঈদে মুক্তির পাওয়া নতুন সিনেমার সঙ্গে আমার গেল ঈদে মুক্তি পাওয়া ছবিটি ফের নতুন করে চলছে। ‘রিভেঞ্জ’ অ্যাকশনধর্মী সিনেমা। নাম শুনেই বোঝা যায় এটি প্রতিশোধের গল্প। বুবলী অভিনয় করেছেন পুলিশ কর্মকর্তার চরিত্রে। এভাবে বুবলীকে আগে দর্শক কখনো দেখেননি।

বিজ্ঞাপন

এদিকে, ‘রিভেঞ্জ’এর পাশাপাশি ইউটিউবে রোববার (৩০ মার্চ) মুক্তি পেয়েছে একই নির্মাতার ছবি ‘ডেড বডি’। অনলাইনে প্রকাশের পর মাত্র একদিনেই দুই লাখের উপরে মানুষ ছবিটি দর্শকরা দেখেছেন। 

ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তির সময় নির্মাতা ইকবাল বলেছিলেন, ‘ডেড বডি’ দেখার পর যদি কেউ বলতে পারেন এর নির্মাণ খারাপ, তাহলে জীবনে আর সিনেমা নির্মাণ করব না। এফডিসিতে দাঁড়িয়ে কথা দিয়ে গেলাম। আমি অন্যদের মতো না। কথা দিলে তা রাখি। বাংলাদেশ আন্তর্জাতিক মানের ভৌতিক গল্পের ছবি নির্মাণ করতে পারে, ‘ডেড বডি’ হবে তার বড় প্রমাণ। সবার প্রতি অনুরোধ, ছবিটা দেখে তার পর ভালো-মন্দ মন্তব্য করবেন।

‘ডেড বডি’ ছবিতে জিয়াউল রোশান, ওমর সানী, মিশা সওদাগর, শ্যামল মাওলা, রাশেদ মামুন অপু, মিষ্টি জাহান ও কলকাতার অন্বেষা রায়সহ আরও অনেকে অভিনয় করেছেন।

বিজ্ঞাপন
Advertisement


 আরটিভি/এএ 

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |