ঘোষণাটা গত বছরের শেষ দিকের। দেব এন্টারটেইনমেন্টের ব্যানারে আবারও সিনেমা বানাচ্ছেন সৃজিত মুখার্জি। আর তাতে সংগীত পরিচালনা করবেন অনুপম রায়। কিন্তু শেষ পর্যন্ত তা আর হলো না। ‘টেক্কা’ সিনেমা থেকে সরে দাঁড়ালেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে অনুপম ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারকে বলেন, সিনেমার বাজেট নিয়ে কিছু সমস্যা দেখা দিয়েছে। তাই আমি নেই। তবে এ রকম ঘটতেই পারে। সবসময় সবকিছু এক থাকবে, এটা হয় না। রণজয়কে শুভেচ্ছা।
অন্যদিকে ‘প্রেমে পড়া বারণ’ গানের সুরকার রণজয় বলেন, সৃজিত মুখার্জির সিনেমার গানে সুর দেওয়া যেমন কঠিন, তেমনই লোভনীয়। এই প্রথম উনার সঙ্গে কাজ করব। ফলে, বাড়তি উত্তেজনা তো রয়েছেই।
প্রসঙ্গত, ভারতের লোকসভা নির্বাচনের আগেই শেষ হয়েছে দেব, স্বস্তিকা মুখার্জি, রুক্মিণী মৈত্র ও সৃজা দত্ত অভিনীত ‘টেক্কা’ সিনেমার প্রথম অংশের শুটিং। তবে এর কাজ পুরো শেষ না করেই নির্মাতা সৃজিত মুখার্জি শুরু করেছেন ‘সত্যি বলতে কিছু নেই’ নামে আরেকটি সিনেমার শুটিং। শোনা যাচ্ছে এই সিনেমার শুটিং শেষ হলে তিনি শুরু করবেন ‘টেক্কা’ সিনেমার দ্বিতীয় অংশের শুটিং।