যে কারণে আলোচনায় সৃজিত-ঋতাভরী
পশ্চিমবঙ্গের গুণী নির্মাতা সৃজিত মুখার্জি। ব্যক্তিগত জীবনে অনেকের সঙ্গে সম্পর্কে জড়ালেও শেষমেশ বাংলাদেশি মডেল-অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে সংসার পেতেছেন তিনি। তবে মাঝে-মধ্যেই তার পুরোনো প্রেমগুলো ঘিরে তৈরি হয় নানান আলোচনা-সমালোচনা।
এই যেমন একটি ছবিকে কেন্দ্র করে বেশ আলোচনায় রয়েছেন সৃজিত ও ঋতাভরী চক্রবর্তী। দুই বাংলার গণমাধ্যমে একযোগে খবর প্রকাশিত হয়েছে দুজনকে ঘিরে। যদিও এ নিয়ে তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন সৃজিত। ক্যাপশনে নির্মাতা লেখেছেন— ‘জমাখরচ হিসাবনিকাশ, কোথায় শুরু, কোথায় বা শেষ, কেমন আছো? অনেক বছর পেরিয়ে এলাম, হঠাৎ তোমার দেখা পেলাম, কেমন আছো?’
ওই ছবিতে দেখা যায়, সৃজিতের বুকে মাথা রেখে ফ্রেমবন্দি হয়েছেন ঋতাভরী। এরপর থেকে নেটিজেনদের চর্চায় দুজন। কিন্তু একজন নির্মাতার সঙ্গে জনপ্রিয় একজন অভিনেত্রী এভাবে ছবি তুলতেই পারেন! তবু কেন এতটা আলোচনার সৃষ্টি হলো?
জানা গেছে, ২০১৭ সালে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন সৃজিত-ঋতাভরী। সে সময় ‘কাকাবাবু’সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন নির্মাতা। আর শুটিংয়ের ফাঁকেই লাঞ্চ কিংবা ডিনার ডেটে দেখা যেত তাদেরকে। হোয়াটসঅ্যাপেও দীর্ঘ সময় চ্যাট করতেন তারা। ঋতাভরীর জন্মদিনের পার্টিতেও উপস্থিত ছিলেন সৃজিত। প্রিয় মানুষকে কেক খাওয়ানো থেকে শুরু করে একসঙ্গে ছবি তোলা—সবই তারা সকলের সামনে করেছেন।
টালিউডে তখন গুঞ্জন চাউর হয়েছিল, সৃজিতের ঘরণী হতে যাচ্ছেন ঋতাভরী। এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, গত তিন বছরে ভালোবাসার চেয়ে সৃজিতের সঙ্গে ঝগড়া বেশি করেছি।
সৃজিত-ঋতাভরীর প্রেমের রসায়ন সবারই দৃষ্টি কাড়লেও এ নিয়ে সম্পর্ক নিয়ে কখনও খোলামেলা আলোচনা করেননি সৃজিত। বরং সম্পর্কটাকে গোপন রেখেছিলেন। কিন্তু আকস্মিকভাবে ভেঙে যায় তাদের প্রেম। যার কারণ আজও অজানা।
আরটিভি/এইচএসকে/এআর
মন্তব্য করুন