• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

কোন ক্রিকেটারের জন্য পাগল ছিলেন মাধুরী

বিনোদন ডেস্ক, আরটিভি

  ১১ জুলাই ২০২৪, ২১:৫৪
মাধুরী দীক্ষিত
মাধুরী দীক্ষিত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত। যার রূপে এখনও মুগ্ধ সবাই। একসময় ইন্ডাস্ট্রির প্রথম সারির অনেক অভিনেতার সঙ্গেই নাম জড়িয়েছিল তার। তবে তিনি পাগল ছিলেন ক্রিকেটারের জন্য।

বিষয়টি ১৯৯২ সালের এক সাক্ষাৎকারে নিজেই জানিয়েছিলেন মাধুরী। অভিনেত্রীর পছন্দের মানুষটি আর কেউ নন, বিশ্বখ্যাত ব্যাটসম্যান সুনীল গাভাস্কার। নিজের থেকে আঠারো বছরের বড় এই ক্রিকেটার যখন মাঠে নামতেন, তখন মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতেন তিনি।

আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, সেই সাক্ষাৎকারে মাধুরী জানান, সুনীলের জন্য তিনি এতটাই পাগল ছিলেন যে, প্রায়ই তার স্বপ্নে আসতেন বিশ্বখ্যাত এই ক্রিকেট তারকা।

তবে ১৯৯৯ সালে চিকিৎসক শ্রীরাম নেনেকে বিয়ে করে বিনোদন দুনিয়া ছেড়ে মার্কিন মুলুকে পাড়ি দেন মাধুরী। নেনের সঙ্গে সংসার পাতলেও মনের গোপন জায়গা দখল করে রেখেছিলেন সুনীল।

প্রায় ২৪ বছরের দাম্পত্যজীবন মাধুরী-নেনের। আরিয়ান ও রায়ান নামের দুই সন্তান রয়েছে তাদের। কখনও যুক্তরাষ্ট্র, কখনও মুম্বাই, দুই দেশেই থাকেন তারা। যেকোনো অনুষ্ঠানে স্বামীর সঙ্গে দেখা যায় মাধুরীকে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জঙ্গিদের সঙ্গে ঘনিষ্ঠ ব্যবসায়ীর আমন্ত্রণে সাড়া দিয়ে বিপাকে মাধুরী
রাম মন্দিরের উদ্বোধন, ১০০ সিনেমার শুটিং বাতিল