ঢাকাবৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

কোন ক্রিকেটারের জন্য পাগল ছিলেন মাধুরী

বিনোদন ডেস্ক, আরটিভি

বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪ , ০৯:৫৪ পিএম


loading/img
মাধুরী দীক্ষিত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত। যার রূপে এখনও মুগ্ধ সবাই। একসময় ইন্ডাস্ট্রির প্রথম সারির অনেক অভিনেতার সঙ্গেই নাম জড়িয়েছিল তার। তবে তিনি পাগল ছিলেন ক্রিকেটারের জন্য।

বিজ্ঞাপন

বিষয়টি ১৯৯২ সালের এক সাক্ষাৎকারে নিজেই জানিয়েছিলেন মাধুরী। অভিনেত্রীর পছন্দের মানুষটি আর কেউ নন, বিশ্বখ্যাত ব্যাটসম্যান সুনীল গাভাস্কার। নিজের থেকে আঠারো বছরের বড় এই ক্রিকেটার যখন মাঠে নামতেন, তখন মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতেন তিনি। 

আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, সেই সাক্ষাৎকারে মাধুরী জানান, সুনীলের জন্য তিনি এতটাই পাগল ছিলেন যে, প্রায়ই তার স্বপ্নে আসতেন বিশ্বখ্যাত এই ক্রিকেট তারকা। 

বিজ্ঞাপন

তবে ১৯৯৯ সালে চিকিৎসক শ্রীরাম নেনেকে বিয়ে করে বিনোদন দুনিয়া ছেড়ে মার্কিন মুলুকে পাড়ি দেন মাধুরী। নেনের সঙ্গে সংসার পাতলেও মনের গোপন জায়গা দখল করে রেখেছিলেন সুনীল।

প্রায় ২৪ বছরের দাম্পত্যজীবন মাধুরী-নেনের। আরিয়ান ও রায়ান নামের দুই সন্তান রয়েছে তাদের। কখনও যুক্তরাষ্ট্র, কখনও মুম্বাই, দুই দেশেই থাকেন তারা। যেকোনো অনুষ্ঠানে স্বামীর সঙ্গে দেখা যায় মাধুরীকে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |