শিক্ষার্থীদের কাছে নিরাপত্তা চাইলেন কনটেন্ট ক্রিয়েটর কাফি
কোটা সংস্কারের দাবিতে রাজপথে নেমেছে সাধারণ ছাত্র-ছাত্রীরা। দেশজুড়ে ছড়িয়ে পড়েছে আন্দোলন। এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনা ঘটেছে।
এদিকে, বরিশাল বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের কাছে নিরাপত্তা চেয়েছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর মোহাম্মদ কাফি।
মঙ্গলবার (১৬ জুলাই) বিকালে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে শিক্ষার্থীদের কাছে নিরাপত্তা চান কাফি।
এ সময় কাফি বলেন, কোটা সংস্কার নিয়ে কনটেন্ট তৈরি করে হুমকি পেয়েছি। মানুষ মারা গেলে ইন্নালিল্লাহ বলে। কারা যেন মারা গেলে আলহামদুলিল্লাহ বলে। এরা আমার পেছনে লেগেছে। কুকুর পেছনেই লাগে। আমরা কোটা সংস্কার চাই। আমি আমার নিরাপত্তা চাইতে এখানে এসেছি।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মারার জন্য ওরা টোকাই ভাড়া করেছে। টোকাই দিয়ে আমার বোনদের ওপর হামলা করা হয়েছে। এর থেকে আর লজ্জাজনক কি হতে পারে।
মন্তব্য করুন