ঢাকা

চিরনিদ্রায় শায়িত হলেন জুয়েল

বিনোদন ডেস্ক, আরটিভি

বুধবার, ৩১ জুলাই ২০২৪ , ০৮:২১ এএম


loading/img
ছবি: সংগৃহীত

চিরনিদ্রায় শায়িত হলেন সংগীতশিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩০ জুলাই) মাগরিবের নামাজের পর রাজধানীর বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

এর আগে আসরের নামাজের পর গুলশানের আজাদ মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর সন্ধ্যা ৬টার দিকে নেওয়া হয় বনানী কবরস্থানে। সেখানে মাগরিবের নামাজের পর দ্বিতীয় জানাজা শেষে চিরনিদ্রায় শায়িত করা হয় এই শিল্পীকে। 

বিজ্ঞাপন

এসময় সেখানে জুয়েলের পরিবারের সদস্যসহ সংগীত অঙ্গনের অনেকে উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, মঙ্গলবার (৩০ জুলাই) সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন জুয়েল। এর আগে ২০১১ সালে তার লিভার ক্যানসার ধরা পড়ে। এরপর ফুসফুস এবং হাড়েও সেটি ক্রমশ সংক্রমিত হয়। সর্বশেষ গত ২৩ জুলাই রাতে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে লাইফ সাপোর্টে রাখা হয়। সেখান থেকেই না ফেরার দেশে পাড়ি জমান এই সংগীতশিল্পী।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |