• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

জুয়েল ভাই, শান্তিতে থাকুন: এলিটা

বিনোদন ডেস্ক, আরটিভি

  ০২ আগস্ট ২০২৪, ০৮:৪১
ছবি: সংগৃহীত

সবাইকে শোক সাগরে ভাসিয়ে ৩০ জুলাই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন সংগীতশিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল। পরে ওই দিন তাকে বনানী কবরস্থানে সমাহিত করা হয়। প্রয়াত এই শিল্পীকে নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন আরেক শিল্পী এলিটা করিম।

গণমাধ্যমে তিনি বলেছেন, প্রিয় হাসান আবিদুর রেজা জুয়েল ভাই, শান্তিতে থাকুন। মহান আল্লাহ আপনাকে বেহেশতের সর্বোচ্চ মর্যাদা দান করুন।

এলিটা আরও বলেন, জুয়েল ভাই মিউজিক ইন্ডাস্ট্রির অন্যতম সেরা মানুষ ছিলেন। এবং আমি খুবই আনন্দিত যে, আমি তাকে এই কথা বলার সুযোগ পেয়েছি। সঙ্গীতা আহমেদ আন্টির জন্য দোয়া রইল। পরিবারের জন্য প্রার্থনা কামনা করছি।

প্রসঙ্গত, ২০১১ সালে তার লিভার ক্যানসার ধরা পড়ে জুয়েলের। এরপর ফুসফুস এবং হাড়েও সেটি ক্রমশ সংক্রমিত হয়। সর্বশেষ গত ২৩ জুলাই রাতে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে লাইফ সাপোর্টে রাখা হয়। সেখান থেকেই না ফেরার দেশে পাড়ি জমান এই সংগীতশিল্পী।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রীতম-এলিটাকে নিয়ে জয়ার নতুন মিশন
এলিটার ‘হৃদয় নগর’
আপনি থাকবেন আমাদের বিনীত প্রার্থনায়: সুমী
জুয়েলের পথচলাটাই ছিল সুন্দর: ফাহমিদা নবী