ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

এবার ফিফার পেজে গায়ক রাফার গান

বিনোদন ডেস্ক, আরটিভি

মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪ , ১১:৫৬ এএম


loading/img
রাইফ আল হাসান রাফা

কয়েক দিন আগেই বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার অফিসিয়াল ফেসবুক পেজের রিলে স্থান পেয়েছিল জনপ্রিয় ব্যান্ড চিরকুটের ‘যাদুর শহর’ গানটি। এবার সেই পেজে স্থান পেল আরেক জনপ্রিয় শিল্পী রাইফ আল হাসান রাফার গাওয়া ‘আমি আকাশ পাঠাব’। 

বিজ্ঞাপন

গত ২২ সেপ্টেম্বর ব্রাজিল ফুটবল তারকা রোনালদোর জাদুকরি খেলার একটি ভিডিওর সঙ্গে যুক্ত করে গানটি শেয়ার করে সংস্থাটি। এতে ক্যাপশনে বাংলায় লেখা হয়েছে, ‘রোনালদো : বিস্ময়কর ও শ্রেষ্ঠ’। 

ফিফার রিলটি নিজের ফেসবুকে শেয়ার করে রাফা লেখেন, ধন্যবাদ ফিফা। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। নতুন করে জেগে ওঠার জন্য এটা অনেক বড় অনুপ্রেরণা। রোনালদো, তুমি সুন্দর।

বিজ্ঞাপন

জানা গেছে, ‘আমি আকাশ পাঠাব’ গানটি লিখেছেন শাফায়েত মনসুর রানা। সুর ও কণ্ঠ দিয়েছেন রাফা। ২০১৫ সালে ‘ক্লোজআপ কাছে আসার গল্পে’র একটি নাটকে প্রকাশিত হয় গানটি। সেময় ব্যাপক জনপ্রিয়তা পায় গানটি।

এর আগে ফিফার পেজের ‘যাদুর শহর’ গানটির ভিডিওটি নিজের ফেসবুকে শেয়ার করে সুমি লিখেছিলেন, ছোটবেলা থেকে ফুটবল-ক্রিকেট ভালোবাসি। সারা পৃথিবীতে ফিফা ফুটবলের ব্যাপারটা দেখে। আজকে ফিফার অফিসিয়াল পেইজে একটি কাস্টমাইজড রিলে বাংলাদেশের একটি বাংলা গানের কিছু অংশ ব্যবহার করেছে। গানটা আপনাদের অনেকের পছন্দের, আমাদের ব্যান্ডের ‘যাদুর শহর’ ভালো লেগেছে।
আরটিভি/এইচএসকে-টি
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |