• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

চুরির অভ্যাস আছে সাইফকন্যা সারার!

বিনোদন ডেস্ক, আরটিভি

  ১৯ অক্টোবর ২০২৪, ১৭:৫৩
সংগৃহীত
ছবি: সংগৃহীত

বলিউডের বড় বড় তারকা থেকে শুরু করে স্টার কিডদের সঙ্গে বেশ সক্ষতা দেখা যায় ওরি ওরফে ওরহান অবত্রমানির। জাহ্নবী কাপুর, সুহানা খান থেকে সারা আলী খান, অনন্যা পাণ্ডেদের সঙ্গে ছায়ার মতো লেগে থাকতে দেখা যায় তাকে। ফলে তাদের ভেতরের খবরও তার চেয়ে বেশি কেউ জানেন না। এবার ওরি জানালেন, সাইফ আলী খানেরে কন্যা সারা আলী খানের চুরির অভ্যাস রয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওরি একবার বিদেশে সারার সঙ্গে ঘুরতে গিয়েছিলেন। সেখানে গিয়ে তার শেষ গারলিক নান খেয়ে নেন সারা।

ওরি জানান, গোটা বাড়িতে কোনো খাবার নেই। ওই একটাই নান ছিল সেটাও সারা খেয়ে নেয়। ও গোসল ঘর থেকে বাথ রোল, ব্যাটারি অনেক কিছু চুরি করে নিয়ে এসেছে।

প্রসঙ্গত, প্রসাধনীর প্রতি বিশেষ দুর্বলতা আছে সারার। তার প্রমাণ তার কথাতেও মেলে। কপিল শর্মার শোতে এসে সারা জানিয়েছিলেন, কোনো টাকা-পয়সা খরচ না করেই প্রসাধনী পেতে ভালো লাগে তার।

আরটিভি /এএ/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল 
জ্যোতির পর পিংকির সেঞ্চুরি
কিশোরগঞ্জে মাইক ভাড়া করে চোরকে গালাগালি
লাল বলের ক্রিকেটে জ্যোতির ইতিহাস