ঢাকাSaturday, 10 May 2025, 27 Boishakh 1432

চুরির অভ্যাস আছে সাইফকন্যা সারার!

বিনোদন ডেস্ক, আরটিভি

শনিবার, ১৯ অক্টোবর ২০২৪ , ০৫:৫৩ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

বলিউডের বড় বড় তারকা থেকে শুরু করে স্টার কিডদের সঙ্গে বেশ সক্ষতা দেখা যায় ওরি ওরফে ওরহান অবত্রমানির। জাহ্নবী কাপুর, সুহানা খান থেকে সারা আলী খান, অনন্যা পাণ্ডেদের সঙ্গে ছায়ার মতো লেগে থাকতে দেখা যায় তাকে। ফলে তাদের ভেতরের খবরও তার চেয়ে বেশি কেউ জানেন না। এবার ওরি জানালেন, সাইফ আলী খানেরে কন্যা সারা আলী খানের চুরির অভ্যাস রয়েছে। 

বিজ্ঞাপন

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওরি একবার বিদেশে সারার সঙ্গে ঘুরতে গিয়েছিলেন। সেখানে গিয়ে তার শেষ গারলিক নান খেয়ে নেন সারা।

বিজ্ঞাপন

ওরি জানান, গোটা বাড়িতে কোনো খাবার নেই। ওই একটাই নান ছিল সেটাও সারা খেয়ে নেয়। ও গোসল ঘর থেকে বাথ রোল, ব্যাটারি অনেক কিছু চুরি করে নিয়ে এসেছে।

প্রসঙ্গত, প্রসাধনীর প্রতি বিশেষ দুর্বলতা আছে সারার। তার প্রমাণ তার কথাতেও মেলে। কপিল শর্মার শোতে এসে সারা জানিয়েছিলেন, কোনো টাকা-পয়সা খরচ না করেই প্রসাধনী পেতে ভালো লাগে তার। 

বিজ্ঞাপন

আরটিভি /এএ/এসএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |